সোনালি আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই - বস্ত্র ও পাট মন্ত্রী

প্রথম পাতা » খুলনা » সোনালি আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই - বস্ত্র ও পাট মন্ত্রী
শনিবার, ১৮ মে ২০২৪



সোনালি আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই - বস্ত্র ও পাট মন্ত্রী

বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, যেকোনো মূল্যে আমরা পাটের গৌরবময় সোনালি ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। এজন্য পাটবীজের আমদানিনির্ভরতা কমিয়ে আনতে হবে। দেশে ছয় হাজার মে.টন পাটবীজ প্রয়োজন অথচ উৎপাদন হয় মাত্র এক হাজার পাঁচশত মে. টন। বাকি সাড়ে চার হাজার মে. টন বীজ ভারত থেকে আমদানি করতে হয়। কাজেই ব্যাপকভাবে পাটবীজ উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে হবে। বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) দেশব্যাপী কৃষকদের পাটবীজ উৎপাদনে উৎসাহিত করার জন্য কর্মশালার আয়োজন করছে। এ ধরনের কার্যক্রমে আমিও শামিল হবো।

মন্ত্রী আজ খুলনায় হোটেল সিটি-ইন-এ বিজেএ-এর সাথে কাঁচাপাট রপ্তানি সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

মন্ত্রী বলেন, আমি দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী হস্তশিল্প মেলায় অংশ নিতে আমাকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে পাঠালেন। সেখানে আমাদের দেশের পাটপণ্যের ৫০ টি স্টল ছিল। বিদেশে পাটপণ্যের বিপুল চাহিদার কারণে ক্রেতারা সেখানে ক্রয় আাদেশ দিচ্ছে।

কাঁচাপাট রপ্তানি যেন বাধাগ্রস্ত করা না হয় ব্যবসায়ীদের এরকম আবেদনের প্রেক্ষিতে মন্ত্রী বলেন, বৈদেশিক মুদ্রা অর্জনের কথা বিবেচনা করে কাঁচাপাট রপ্তানি অব্যাহত রাখা হবে এবং তাদের সমস্যাসমূহ সমাধানে সাহায্য করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী চান সোনালি আঁশের আভিজাত্য ফিরিয়ে আনতে।

বিজেএর চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য এসএম কামাল হোসেন।

বাংলাদেশ সময়: ২০:৫৬:৩৩   ১৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


জুলাই সনদের বিষয়ে ঐক্যের আহ্বান গোলাম পরওয়ারের
খুলনায় চাষ হচ্ছে মরুভূমির ফল সাম্মাম
দাকোপে লজিক প্রকল্পের পানি শোধনাগার পরিদর্শন করলেন ইইউ রাষ্ট্রদূত
সুন্দরবনে রাঙ্গা বাহিনীর ২ সহযোগী আটক, ৯ জেলে উদ্ধার
জাতীয় নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে: প্রেস সচিব
ভারত যাওয়ার পথে শার্শা সীমান্তে ৪ নারী-পুরুষ আটক
খুলনায় বিভাগজুড়ে ভোক্তার অভিযানে ১২ প্রতিষ্ঠানকে জরিমানা
যশোরে ১৭টি স্বর্ণের বার সহ একজন আটক
বেনাপোল আইসিপিতে ১টি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলিসহ ২ ভারতীয় নাগরিক আটক
জুলাই শহীদ সাকিব রায়হানের কবরে শ্রদ্ধা নতুন ডিসির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ