মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা আল আমিনকে নামধারী কিছু ছাত্রলীগ নেতারা অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে। কে বা কারা এটা করেছে তা খুঁজে বের করতে আমাদের আর কষ্ট করতে হবে না। তাদের পরিচয় প্রশাসন ও সব মহলের কাছে আছে। তারা যে দলেরই হোক তাদের পরিচয় খুনি।
আর কোনো খুনির সঙ্গে আমাদের দলের কোনো রকম সম্পর্ক নেই।
সোমবার (১০ জুন) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদে কার্যক্রম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, ‘সরকার পুলিশ বাহিনীর প্রধান তার অপকর্মকে ছাড় দিচ্ছে না। সেনাবাহিনীর প্রধান যারা অন্যায় করেছে অপকর্ম করেছে তারাও ছাড় পায়নি।
জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের ছাত্রলীগ সভাপতি আল আমিন হত্যাকারীদের ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না।
মন্ত্রী আরো বলেন, অপরাধীরা যে দলেরই হোক না কেন সে খুনি, আমাদের দলের হলেও তার পরিচয় সে খুনি। ঘটনার পরে তাদের তাৎক্ষণিকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের সাথে আমাদের দলের কারো কোনো সম্পর্ক নেই।
তাদের কাজকে আমরা ঘৃণা করি নিন্দা করি তাদের সর্বোচ্চ শাস্তি যেন দেশের মানুষ দেখতে পারে সেটাই কামনা করছি।
এর আগে শিক্ষার্থী আল আমিনের পরিবার ও সহপাঠি এবং এলাকাবাসী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সামনে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে নিহত আল আমিনের দাদি এবং দাদা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর হাতে এবং পায়ে ধরে খুনিদের গ্রেপ্তার এবং বিচার দাবি করে।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ, গাজীপুর জেলা নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩:৩১:৪৯ ৫৫ বার পঠিত