যুক্তরাজ্যে স্মার্ট কার্ড বিতরণ শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » যুক্তরাজ্যে স্মার্ট কার্ড বিতরণ শুরু
মঙ্গলবার, ১১ জুন ২০২৪



যুক্তরাজ্যে স্মার্ট কার্ড বিতরণ শুরু

যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশির মাঝে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের উদ্বোধন করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। এরইমধ্যে সাড়ে ৪ হাজারের বেশি প্রবাসীর স্মার্টকার্ড আবেদন গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

বিদেশের মাটিতে বসেও জাতীয় পরিচয়পত্র কিংবা স্মার্ট কার্ড যেন স্বপ্নই ছিল প্রবাসীদের কাছে। কিন্তু যুক্তরাজ্য প্রবাসীদের সেই স্বপ্ন এবার বাস্তবায়ন হলো। ঘরে বসেই অনলাইনে আবেদন করেই তারা গ্রহণ করছেন স্মার্ট কার্ড।

রোববার (৯ জুন) স্থানীয় সময় বিকেলে বাংলাদেশ হাইকমিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন প্রবাসীরা। বিদেশের মাটিতে বসে নিজ দেশের স্মার্টকার্ড পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

হাইকমিশনার জানান, এরইমধ্যে সাড়ে ৪ হাজার প্রবাসী স্মার্ট কার্ড পেতে রেজিস্ট্রেশন করেছেন। যার মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করে পাঁচ শতাধিক মানুষকে কার্ড দেয়া হয়েছে। সবাই পর্যায়ক্রমে এপয়েন্টমেন্ট নিচ্ছে। পর্যাক্রমে সবাই স্মার্ট কার্ডও পাবে।

এ সময় নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, সহজ পদ্ধতিতে যাতে প্রবাসীরা স্মার্ট কার্ড গ্রহণ করতে পারেন সেই বিষয়টি বিবেচনা করেই কাজ করছে কমিশন।

গত ৩০ ডিসেম্বর থেকে যুক্তরাজ্যে শুরু হয়েছে জাতীয় পরিচয়পত্র হালনাগাদের কাজ।

বাংলাদেশ সময়: ১৭:২৮:১১   ১৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সামাজিক সমস্যা নিরসনে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে রাঙ্গামাটিতে ইফা’র আলোচনা সভা
জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপে চ্যাম্পিয়ন জামালপুর পৌরসভা
যানবাহনের চাপ সামলাতে রামপুরা খালের ওপর সেতু
ইউনাইটেডের দুর্দশা কাটছেই না, এবার হারল নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে
ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসিয়ে এক লাফে টেবিলের দুইয়ে বার্সেলোনা
বাংলাদেশি বংশোদ্ভুত সাবরিনাকে বিয়ে করলেন মালয়েশিয়ার অভিনেতা
প্রধান উপদেষ্টা ১২ তরুণকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ প্রদান করলেন
সাতক্ষীরা সীমান্ত থেকে বিভিন্ন ব্রান্ডের মোবাইল জব্দ
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ