সরিষাবাড়ীতে স্ত্রীর নির্যাতন মামলায় স্বামী জেলহাজতে

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে স্ত্রীর নির্যাতন মামলায় স্বামী জেলহাজতে
বুধবার, ১২ জুন ২০২৪



জামালপুর) প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় স্বামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সরিষাবাড়ীতে স্ত্রীর নির্যাতন মামলায় স্বামী জেলহাজতে

বুধবার (১২ জুন) সকালে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে বিকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেন। পরে আদালত
তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃত শামিম মিয়া উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাখিমারা গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।

পুলিশ ও মামলা সুত্রে জানা যায়, গত ৩ বছর পূর্বে উপজেলার পাখিমারা গ্রামের সোলাইমান হোসেনের ছেলে শামিম মিয়ার সাথে একই ইউনিয়নের তারাকান্দি এলাকার দেলোয়ার মিয়ার মেয়ে অর্থি জন্নাতের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়।

তাদের বিবাহিত সংসারে আট মাসের একটি ছেলে সন্তান রয়েছে। মেয়ের সুখের কথা ভেবে বিয়ের সময় শামীমকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ও ঘরের ফার্নিচার বাবদ ১ লাখ টাকা দেয় মেয়ের বাবা দেলোয়ার হোসেন।

কিন্তু বিয়ের পর থেকে স্বামী শামিম মিয়া স্ত্রী অর্থি জান্নাতকে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। আরো যৌতুক দাবি করেন শামিম মিয়া। যৌতুক দিতে অস্বীকার করলে ফের মারপিট চালায় শামিম ও তার পরিবার।

নির্যাতন সহ্য করতে না পেরে অর্থি জান্নাত বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বুধবার শামীমের বিরুদ্ধে সরিষাবাড়ি থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঐ দিন শামিমকে গ্রেপ্তার করে আদালতে পাঠান।

এ ব্যাপারে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে স্ত্রীকে নির্যাতনের অভিযোগের সততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ জুন) বিকালে শামিমকে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২২:৩৮:৪৯   ৪৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি আগ্রাসন, নিহত ৬৯ হাজার ছাড়াল
রাজশাহীতে যুবদল নেতার শ্বশুরবাড়িতে বোমা হামলা
৮ ম্যাচ পর গোল হজম করলো আর্সেনাল, চেলসির জয়
জোড়া গোল ও অ্যাসিস্টের ম্যাচে মেসির রেকর্ড, মায়ামি উঠলো সেমিফাইনালে
শীতের আগমনী বার্তায় পঞ্চগড়ের তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির ঘরে
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চতুর্থ সিরিজ জয় ভারতের
এশিয়ার আরচারি বিশ্বমানে নিয়ে যেত চাই : চপল
বাংলাদেশ সীমান্তের কাছে তিনটি সেনাঘাঁটি নির্মাণ করেছে ভারত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ