গ্রুপপর্বে ক্যাচ নেয়ায় সবচেয়ে সফল বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » গ্রুপপর্বে ক্যাচ নেয়ায় সবচেয়ে সফল বাংলাদেশ
বুধবার, ১৯ জুন ২০২৪



গ্রুপপর্বে ক্যাচ নেয়ায় সবচেয়ে সফল বাংলাদেশ

গ্রুপপর্বের বাধা পেড়িয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে ভালো না করলেও বল এবং ফিল্ডিংয়ে দারুণ ছিল টাইগাররা। যা প্রকাশ পেয়েছে খেলাধুলা নিয়ে বিশ্লেষণ করা প্রতিষ্ঠান অপটার পরিসংখ্যানে।

বিশ্বকাপের আগে ছন্দে ছিল না বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের কাছে টি-টোয়েন্টি সিরিজও হেরেছে শান্তরা। তবে বিশ্বকাপ শুরু হতেই জ্বলে উঠেছে তারা। ব্যাটসম্যানরা নিজেদের কাজটা না করতে পারলেও, বোলাররা বেশ ভালো করেছে। আর ফিল্ডিংয়েও বাংলাদেশ ছিল দুর্দান্ত। যা অপটার পরিসংখ্যানে উঠে এসেছে।

গ্রুপপর্বে ক্যাচ নেয়ার সফলতার হারে শীর্ষে রয়েছে বাংলাদেশ। যদিও তাদের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। গ্রুপপর্বে বাংলাদেশের ক্যাচ নেয়ার সফলতার হার ছিল ৯৫.২ শতাংশ। ২০ ক্যাচের মধ্যে মাত্র একটি ক্যাচ ফেলে দিয়েছে টাইগাররা।

এদিকে এবারের বিশ্বকাপে টাইগার বোলারদের কথা না বললেই নয়। তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন তো সকলের প্রশংসা কুড়িয়েছেন। ডট বলের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।

কমপক্ষে ৫০ বল করা বোলারদের মধ্যে ৬৯.৮ শতাংশ ডট বল করে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দ্য ফিজ। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তানজিম সাকিব। ৬৭.৮ শতাংশ ডট বল দিয়েছেন টাইগার এই পেসার। তবে ৭২.২ শতাংশ ডট বল দিয়ে তালিকার শীর্ষে রয়েছেন কিউই পেসার টিম সাউদি।

বাংলাদেশ সময়: ১৭:৪৫:৩০   ১৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সহজ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বায়ার্ন
ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় বার্সেলোনার
বাংলাদেশ ভারতে না গেলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করবে
সিলেটকে হারিয়ে বিপিএলের ফাইনালে রাজশাহী
পুরুষ দলের পর শ্রীলঙ্কার নারী দলকেও হারাল বাংলাদেশ
সুয়ারেজের জোড়া গোলে চ্যাম্পিয়ন পিএসজিকে হারাল স্পোর্টিং
জাপানকে উড়িয়ে দেয়ার ম্যাচে অস্ট্রেলিয়ার ওপেনারের বিশ্বরেকর্ড
চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির ভরাডুবি
রাজশাহীকে হারিয়ে ফাইনালে বিসিবির চট্টগ্রাম রয়্যালস
শেষ বলে ছক্কা মেরে সিলেটকে সেমিফাইনালে তুললেন ওকস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ