অন্যায়ভাবে হত্যা করার ভয়াবহতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » অন্যায়ভাবে হত্যা করার ভয়াবহতা
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪



অন্যায়ভাবে হত্যা করার ভয়াবহতা

যে যত দুনিয়ামুখী হয়, শয়তান তাকে তত সহজে পাপাচারে লিপ্ত করে। জাগতিক পদ-পদবী ও ক্ষমতা আঁকড়ে থাকার জন্য কিছু মানুষ অবিচার, শোষণ এবং হত্যার পথ বেছে নেয়। দুঃখজনকভাবে, মুসলিম সমাজেও এমন ন্যক্কারজনক চরিত্র দেখা যাচ্ছে।

মুসলিম হয়ে অপর মুসলিমকে হত্যা করা, রক্তপাত ও খুন-খারাবির মতো অপরাধ ঘটানো ভয়াবহ। গত জুলাই-আগস্টে ঘটে যাওয়া হত্যাযজ্ঞ তারই একটি ঘৃণ্য উদাহরণ। ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীর নৃশংসতায় শিশু, ছাত্র-জনতা কেউ রক্ষা পায়নি। শত শত তাজা প্রাণ নির্মমভাবে হত্যার শিকার হয়েছে, আহত হয়েছে অসংখ্য মানুষ। অথচ ইসলামে অন্যায় রক্তপাত ও হত্যা কঠোরভাবে নিষিদ্ধ।

মানুষের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ‘আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি এবং স্থলে ও জলে তাদের বাহনের ব্যবস্থা করেছি, উত্তম রিযিক দিয়েছি এবং তাদেরকে আমার বহু সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি।’ (সুরা বনি ইসরাঈল ১৭:৭০)

প্রতিটি মানুষের জীবন ও মর্যাদা আল্লাহর কাছে অপরিসীম। এজন্য অন্যায়ভাবে কাউকে হত্যা করাকে ভয়াবহ অপরাধ হিসেবে ঘোষণা করেছেন। অন্যায় হত্যাকাণ্ড হারাম এবং কুফরতুল্য। কোরআন কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘তোমরা সেই প্রাণকে হত্যা করো না, যার হত্যা আল্লাহ হারাম করেছেন, তবে (শরীয়ত অনুযায়ী) তার অধিকার প্রমাণ হলে ভিন্ন বিষয়।’ (সুরা বনি ইসরাঈল ১৭:৩৩)

আল্লাহ তাআলা শিরকের নিষেধাজ্ঞার পরই অন্যায় হত্যাকে হারাম ঘোষণা করেছেন। (সূরা ফুরকান: ২৫:৬৮-৬৯)। রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘মুসলমানকে গালি দেওয়া পাপ এবং তার সঙ্গে লড়াই করা কুফর।’ (সহিহ বুখারি)

হত্যার শাস্তি এবং পরিণাম

রসুলুল্লাহ (সা.) বলেন, ‘মুমিনকে হত্যা করা আল্লাহর কাছে পৃথিবী ধ্বংস হওয়ার চেয়েও গুরুতর।’ (সুনানে নাসায়ী)। অন্য হাদিসে এসেছে, ‘কিয়ামতের দিন খুন হওয়া ব্যক্তি তার হত্যাকারীকে আল্লাহর কাছে উপস্থিত করবে এবং বলবে, ‘হে আমার প্রভু! এ ব্যক্তি আমাকে হত্যা করেছে।’ (জামে তিরমিজি) আল্লাহ তাআলা অন্যায় হত্যাকারীর জন্য কঠিন শাস্তি ঘোষণা করেছেন। এমনকি খুনের জন্য তওবা কবুল হওয়ার সম্ভাবনাও খুব ক্ষীণ। (সুরা নিসা ৪:৯৩)

জাহেলী যুগে দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা করা সাধারণ ব্যাপার ছিল। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা দারিদ্র্যের ভয়ে সন্তানদের হত্যা করো না। আমি তাদেরকেও রিযিক দিই এবং তোমাদেরও। (সুরা বনি ইসরাঈল: ১৭:৩১)

বর্তমানে কন্যাসন্তান হওয়ার কারণে বা অতিরিক্ত সন্তান এড়াতে গর্ভপাতের ঘটনা ঘটছে। এটি সুস্পষ্ট হত্যার শামিল। কিয়ামতের দিন এই শিশুদের জিজ্ঞাসা করা হবে, ‘তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছিল?’ (সুরা তাকবির: ৮১:৯)

বিদায় হজে রাসূলুল্লাহ (সা.) ঘোষণা দেন, তোমাদের রক্ত, সম্পদ এবং সম্মান একে অপরের জন্য হারাম। যেমন এই দিন, মাস এবং স্থান পবিত্র। এটি ইসলামের মৌলিক বিধান, যা মুসলমানদের পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করে।

অন্যায় হত্যাকাণ্ড শুধুমাত্র একটি অপরাধ নয়; এটি পুরো মানবজাতির বিরুদ্ধে অপরাধের শামিল। মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব—সব ধরনের অন্যায়, অবিচার এবং রক্তপাত থেকে নিজেদের দূরে রাখা এবং ইসলামের শান্তির বার্তা প্রচার করা।

বাংলাদেশ সময়: ১১:০৮:২২   ৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে কানামাছি খেলছে : রিজভী
পুরান ঢাকা ও ফতুল্লায় রাজউকের অভিযান, জেল-জরিমানা
চালু হলো আগুনে পুড়ে যাওয়া নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস
দ্রুত সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় ১২ দলীয় জোট
বিএনপি আমলে সাংবাদিকের ওপর নির্যাতন কম হতো : মির্জা ফখরুল
গণমাধ্যমের ওপর সরকারি হস্তক্ষেপ অনেক কমে গেছে : নাহিদ ইসলাম
সুবিধা নেওয়া উৎসুকরাই গণমাধ্যম সংস্কারের বিরোধিতা করছেন
মেসি-সুয়ারেজের নৈপুণ্যে বড় জয় পেল মায়ামি
উড়ছেন রাফিনিয়া, শিরোপার পথে আরও একধাপ এগিয়ে বার্সা
আজকের রাশিফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ