১৭ বছর বয়সে ‘গোল্ডেন বয়’ হয়ে রেকর্ড গড়লেন ইয়ামাল

প্রথম পাতা » খেলাধুলা » ১৭ বছর বয়সে ‘গোল্ডেন বয়’ হয়ে রেকর্ড গড়লেন ইয়ামাল
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪



১৭ বছর বয়সে ‘গোল্ডেন বয়’ হয়ে রেকর্ড গড়লেন ইয়ামাল

আরো একটি পুরস্কার জিতলেন লামিনে ইয়ামাল। ইতালির ক্রীড়া সংবাদমাধ্যম টাট্টোস্পোর্টের দেওয়া ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন তিনি। ১৭ বছর চার মাস বয়সে এই পুরস্কার জিতে ইতিহাসে নাম লিখিয়েছেন ইয়ামাল। সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জেতার রেকর্ড এখন তার দখলে।

এই পুরস্কারটি দেওয়া হয় ২১ বছরের কমবয়সী ফুটবলারদের। জুরিদের দেওয়া ভোটে মোট পয়েন্ট ছিল ৫০০। তার মধ্যে ৪৮৮ পয়েন্ট পেয়েছেন ইয়ামাল। ইয়ামালের প্রতিদ্বন্দ্বী ছিলেন আলেহান্দ্রো গারনাচো, পাউ কুবারসি, কোবি মাইনু, স্যাবিনিও, এনদ্রিক, আর্দা গুলেররা।

টাট্টোস্পোর্টস জানিয়েছে, ইউরোপের ৫০টি সংবাদমাধ্যমের প্রতিনিধি ভোট দিয়েছেন। প্রত্যেকের ১ নম্বর খেলোয়াড় ১০ পয়েন্ট করে পান বিধায় মোট পয়েন্ট ছিল ৫০০। বেশির ভাগ জুরি ইয়ামালকে শীর্ষে রাখায় ৪৮৮ পয়েন্ট নিয়ে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন ইয়ামাল।

‘গোল্ডেন বয়’ পুরস্কারটি দিয়ে থাকে এতে ভোট দিয়ে থাকেন ইউরোপের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিনিধি। এর মধ্যে অন্যতম জার্মানির বিল্ড, স্পেনের মার্কা ও মুন্দো দেপোর্তিভো, ইংল্যান্ডের দ্য টাইমস, ফ্রান্সের লেকিপ, পর্তুগালের এ বোলা, সুইজারল্যান্ডের ব্লিক।

পুরস্কারজয়ী নির্বাচনে প্রত্যেক জুটি পাঁচজন খেলোয়াড়কে ভোট দেন। এর মধ্যে এক নম্বর ভোট পাওয়া খেলোয়াড় ১০ পয়েন্ট, দুই নম্বর ভোট পাওয়া খেলোয়াড় ৭ পয়েন্ট, এবং তৃতীয়জন ৫, চতুর্থজন ৩ ও পঞ্চমজন ১ পয়েন্ট পেয়ে থাকেন।

ইয়ামাল ‘গোল্ডেন বল’ জিতেছেন বার্সেলোনা ও স্পেনের চতুর্থ খেলোয়াড় হিসেবে। বার্সার প্রথম খেলোয়াড় হিসেবে গোল্ডেন বয় জিতেছিলেন লিওনেল মেসি (২০০৫)। আর স্পেনের প্রথম খেলোয়াড় সেস্ক ফ্যাব্রেগাস (২০০৬)।

বাংলাদেশ সময়: ১৫:১৬:১০   ২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


টটেনহ্যামকে হারিয়ে দুইয়ে চেলসি, ফুলহ্যামের মাঠে আর্সেনালের হোঁচট
ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের
ভারতের বিপক্ষে সবচেয়ে কম বলে জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার
চীনের কাছে ২১-০ গোলে হারল বাংলাদেশ
হেডের তাণ্ডবে ভারতের বিপক্ষে বড় লিড অস্ট্রেলিয়ার
পাকিস্তানকে কাঁদিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
পাকিস্তানকে ১১৬ রানে অলআউট করে ফাইনালে ‘এক পা’ বাংলাদেশের
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ক্যারিবীয় দলে পরিবর্তন
আইরিশদের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
মাজরাউই’র সম্মানে সমকামী সমর্থনসূচক জ্যাকেট পরেনি ইউনাইটেড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ