সেন্টমার্টিনে নতুন করে পরিবেশবিরোধী কিছু করতে দেয়া হবে না

প্রথম পাতা » চট্টগ্রাম » সেন্টমার্টিনে নতুন করে পরিবেশবিরোধী কিছু করতে দেয়া হবে না
সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪



সেন্টমার্টিনে নতুন করে পরিবেশবিরোধী কিছু করতে দেয়া হবে না

সেন্টমার্টিন দ্বীপে যা হয়েছে এখন আর নতুন করে পরিবেশবিরোধী কিছু করতে দেয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ অধিদফতরের পরিচালক মো. সোলায়মান হায়দার।

তিনি বলেছেন, দ্বীপের প্রকৃতি ও পরিবেশ দেখতেই পর্যটকরা ভ্রমণে আসেন। আর এসেই প্রকৃতি ও পরিবেশ ধ্বংস করবেন তা হতে দেয়া যাবে না।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে সেন্টমার্টিনে ‘সেন্টমার্টিন: পরিবেশ সংরক্ষণ ও টেকসই অর্থনীতি’ শীর্ষক এক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দ্বীপের পরিবেশ ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে প্রাণ-আরএফএল এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এই কর্মসূচিটি গ্রহণ করেছে।

কর্মসূচির উদ্বোধনকালে পরিবেশ অধিদফতরের পরিচালক বলেন, ‘পরিবেশ রক্ষা এবং জীববৈচিত্র্য সুরক্ষার ক্ষেত্রে এই উদ্যোগ প্রশংসনীয়। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এমন উদ্যোগে এগিয়ে এলে সেন্টমার্টিনের মতো গুরুত্বপূর্ণ এলাকার পরিবেশ রক্ষা করা সম্ভব হবে।’

ইউএনডিপি’র হেড অব এক্সপেরিমেন্টেশন ড. রমিজ উদ্দিন বলেন, ‘সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় এ ধরনের অংশীদারিত্বমূলক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাণ-আরএফএল যুক্ত হওয়ায় কাজের গতি বেড়েছে। আমরা আশা করছি, এই উদ্যোগ দ্বীপের মানুষের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব কর্পোরেট ব্র্যান্ড নুরুল আফসার, হেড অব সাসটেইনেবিলিটি সুমাইয়া তাবাস্সুম আহমেদ, ইউএনডিপি’র ডেটা অ্যানালিটিকস কর্মকর্তা আহমেদ উল্লাহ কবিরসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০৮:৪৪   ১২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


লকডাউন আর বেহেশতের টিকিট বিলিকারীদের মধ্যে সম্পর্ক আছে : এ্যানি
‘একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জাতি হতাশ হয়েছে’
হাসিনা আগেই টাকার বস্তা নিয়ে আত্মীয়-স্বজনকে ভাগিয়ে দিয়েছে : এ্যানি
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ব্রিটিশ মন্ত্রী জেনি চ্যাপম্যান
কোনো অজুহাতে লবণ আমদানি করতে দেয়া হবে না: শিল্পসচিব
কোনো শক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না: প্রেস সচিব
রাঙ্গামাটিতে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
রাঙামাটির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন
‘দেশের ক্ষতি করে কাউকে বন্দরের কোনো টার্মিনাল দেওয়া হবে না’
উখিয়ায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে থাকা ১৮ রোহিঙ্গা আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ