অর্ধযুগ পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়

প্রথম পাতা » খেলাধুলা » অর্ধযুগ পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪



অর্ধযুগ পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়

১২৯ রানের স্বল্প পুঁজি নিয়েও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৭ রানে ক্যারিবীয়দের হারিয়েছে বাংলাদেশ। এ জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে মিরাজ-তাসকিনরা।

বুধবার (১৮ ডিসেম্বর) কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৮.৩ ওভারে ১০২ রান গুটিয়ে যায়।

বাংলাদেশের ব্যাটিংয়ের সময়েই বোঝা যাচ্ছিল উইকেট ব্যাট করার জন্য বেশ কঠিন। স্বল্প পুঁজি নিয়েই বাংলাদেশি বোলাররা জ্বলে ওঠেন। তৃতীয় ওভারেই জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। ৮ রান করা ব্রেন্ডন কিংকে ফেরান তিনি। ওভারের পঞ্চম বলে আন্দ্রে ফ্লেচারকেও লিটনের ক্যাচে পরিণত করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের রান তখন ১৯।

পরের ওভারে জ্বলে ওঠেন স্পিনার মেহেদী হাসানও। আগের ম্যচে বাংলাদেশের জয়ের নায়ক এই অফ স্পিনার ১৪ রান করা জনসন চার্লসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন। ষষ্ঠ ওভারে নিকোলাস পুরানকেও (৮) শিকারে পরিণত করেন এই টাইগার স্পিনার।

রোভম্যান পাওয়েলকে (৬) হাসান মাহমুদ, রোমারিও শেফার্ডকে (০) তানজিম সাকিব ফিরিয়ে দিলে বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৪২ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল স্বাগতিকরা।

কিন্তু সপ্তম উইকেটে রোস্ট চেজ এবং আকিল হোসেনের জুটিতে বাংলাদেশের কপালে দুশ্চিন্তার ভাঁজ বাড়ছিল। ৪৭ রানের জুটিতে ম্যাচে ফেরে ওয়েস্ট ইন্ডিজ। আর তখনই ত্রাতা হয়ে হাজির হন রিশাদ হোসেন। ৩৪ বলে ৩২ রান করা রস্টন চেজকে বোল্ড করে জুটি ভাঙেন রিশাদ। পরের বলে গুদাকেশ মোতিকেও আউট করেন এই লেগ স্পিনার।

পরের ওভারে আলজারি জোসেফকে (০) ফেরান তানজিম সাকিব। শেষ পর্যন্ত একাই লড়েন আকিল হোসেন। তার ৩১ বলে ৩১ রানের ইনিংসে শুধু হারের ব্যবধানই কমেছে। তাকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে দেন তাসকিন আহমেদ।

বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ৩.৩ ওভারে ১৬ রানে ৩ উইকেট শিকার করেন। ২টি করে উইকেট শিকার করেন মেহেদী হাসান, তানজিম সাকিব ও রিশাদ আহমেদ। বাকি উইকেটটি যায় হাসান মাহমুদের দখলে।

এর আগে বাংলাদেশকে জয়ের পুঁজি এনে দেন শামিম হোসেন পাটোয়ারী। ৮ নম্বরে নেমে ১৭ বলে ২টি করে চার ও ছয়ে ৩৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। এছাড়া মেহেদী হাসান মিরাজ ২৫ বলে ২৬ এবং জাকের আলী ২০ বলে ২১ রানের ইনিংস খেলে অবদান রাখেন।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে গুদাকেশ মোতি ২টি উইকেট শিকার করেন। এছাড়া আকিল হোসেন, রোস্টন চেজ, আলজারি জোসেফ এবং ওবেদ ম্যাকয় একটি করে উইকেট শিকার করেন।

বাংলাদেশ সময়: ১০:৪৫:৪৮   ১৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ফিফা থেকে শান্তিতে পুরস্কার পাচ্ছেন ট্রাম্প!
মায়ামি শহরের চাবি পেলেন মেসি
হন্ডুরাসের জালে ব্রাজিলের ৭ গোল
বেলজিয়ামকে হারিয়ে শুভসূচনা আর্জেন্টিনার
ইতিহাস গড়লেন, বিশ্বসেরা একাদশে ইয়ামাল
দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
ম্যানসিটির জয়ের নায়ক হল্যান্ড গার্দিওলার কাছে মেসি-রোনালদোর লেভেলের
ভিনিসিউসের পেনাল্টি মিস, তবুও সহজ জয় রিয়ালের
লেভারকুসেনকে উড়িয়ে দিল বায়ার্ন
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ