জনগণের দুঃখ-কষ্টে বিএনপি পাশে আছে : ডা. জাহিদ হোসেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনগণের দুঃখ-কষ্টে বিএনপি পাশে আছে : ডা. জাহিদ হোসেন
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪



জনগণের দুঃখ-কষ্টে বিএনপি পাশে আছে : ডা. জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি জনগণের দল। অতীতেও জনগণের দুঃখ-কষ্টে বিএনপি পাশে ছিল। আজও জনগণের পাশে রয়েছে, ভবিষ্যতেও থাকবে।

আজ শনিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দিনাজপুরের নবাবগঞ্জ, ঘোড়াঘাট এবং বিরামপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দুস্থ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পৌর বিএনপির আয়োজনে বিরামপুর বড় মাঠে ও উপজেলা বিএনপির আয়োজনে পলিপ্রয়াগপুর দাখিল মাদরাসা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌর সভার ২ হাজার ২৫০ জন অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এর আগে সকালে নবাবগঞ্জ ও দুপুরে ঘোড়াঘাট উপজেলায় শীতবস্ত্র বিতরণ করেন ডা. জাহিদ হোসেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশকে বাচাঁন।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা শীতার্তদের পাশে দাঁড়িয়েছি। জনগণের আস্থা অর্জন করতে পারলে আগামী নির্বাচনে ধানের শীষের জয় হবে বলে আমরা বিশ্বাস করি। জনগণের আস্থা অর্জনে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, জেলা যুবদলের সভাপতি মো. মোন্নাফ মুকুল ও সাধারণ সম্পাদক একেএম মাকছুদুর ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজু, উপজেলা যুবদলের সদস্য সচিব মিঞা মো. শিরন আলম, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফিসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৫৮:৪৮   ২৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আমাকে দায়িত্ব দিলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব : হাসনাত আব্দুল্লাহ
জামায়াত-শিবিরের আক্রমণের শিকার হচ্ছে বিএনপির নারী কর্মীরা : রিজভী
স্কটল্যান্ডকে উড়িয়ে টানা ছয় জয় বাংলাদেশের নারীদের
শাহ সুলতান বলখী (রহ.) এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান
একটি দল ভোটের জন্য শিরকি কথাবার্তা বলছে: আসাদুজ্জামান
ভিসা ছাড়াই চীন যেতে পারবেন ব্রিটিশ নাগরিকরা
কর্মসংস্থান সৃষ্টি ও মাদকমুক্ত করার অঙ্গীকার ইশরাকের
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ