দেশে গণতন্ত্র হত্যা চেষ্টা অশুভ শক্তির যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে: আব্দুল্লাহ আল নোমান

প্রথম পাতা » চট্টগ্রাম » দেশে গণতন্ত্র হত্যা চেষ্টা অশুভ শক্তির যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে: আব্দুল্লাহ আল নোমান
সোমবার, ৬ জানুয়ারী ২০২৫



দেশে গণতন্ত্র হত্যা চেষ্টা অশুভ শক্তির যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে: আব্দুল্লাহ আল নোমান

সাবেক মন্ত্রী ও বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘তারেক রহমান স্পষ্ট করে বলেছেন- এই চট্টগ্রাম বিপ্লবী সূর্য সেনের। সুতরাং গণতন্ত্র রক্ষায় চট্টগ্রামকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কোন অশুভ শক্তি দেশের গণতন্ত্র হত্যার চেষ্টা করলে, তা রুখে দিতে হবে। এই দায়িত্ব চট্টগ্রাম মহানগর বিএনপিসহ সবশ্রেণির নেতাকর্মীর।’

আজ সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর একটি রেস্টেুরেন্টে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, দলের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র হচ্ছে। সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে হবে। সাংগঠনিক শক্তিকে বুকে ধারণ করতে হবে। যেকোনো অশুভ শক্তি রুখতে প্রস্তুত থাকতে হবে। চট্টগ্রাম মহানগর বিএনপি সাংগঠনিক শক্তিতে বলিয়ান।

জীবনের সব কর্মকাণ্ড জনকল্যাণে ব্যয় করেছেন জানিয়ে সাবেক মন্ত্রী নোমান বলেন, গণতন্ত্র না থাকলে সকল কার্যক্রম অর্থহীন হয়ে পড়বে। আমরা পথ দেখাবো, সেই পথে নিজে হাঁটবো না, সেটা হবে না। কথা ও কাজে মিল থাকতে হবে।

উদ্বোধনী বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেন, ‘সরকারের ভেতরে এবং বাইরে কিছু ঘাপটি মেরে থাকা লোক জাতীয় ঐক্যকে বিনষ্ট করতে চাচ্ছে। নানা সংস্কারের কথা বলে এবং বিভিন্ন আপত্তি তুলে নির্বাচনকে তারা বিলম্বিত করতে চাচ্ছে’।

তিনি বলেন, ‘একটি গোষ্ঠী ৫ আগস্টের গণঅভ্যুত্থানের বিজয়কে ছিনিয়ে নিতে চাইছে, কৃতিত্ব তারা নিজেরা নিয়ে নিতে চাইছে। গত ১৭ বছরের আন্দোলন সংগ্রামকে জনগণের কাছে ভুলিয়ে দিয়ে, শুধু কয়েকদিনের আন্দোলনকে সামনে টেনে এ দীর্ঘ আন্দোলনের ফসল, গণঅভ্যুত্থানকে তাদের নিজেদের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে বিএনপি এ কৃতিত্ব একা নিতে চায় না; এ কৃতিত্ব বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং ছাত্র-জনতার।

আগে সংসদ নির্বাচন এরপর অন্য নির্বাচন উল্লেখ করে আহমেদ আযম খান বলেন, ‘যারা জনগণের আশা-আকাঙ্খার সংসদ নির্বাচন বাদ দিয়ে কলেজ, ভার্সিটি বা স্থানীয় নির্বাচনের চিন্তা করে জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলার চেষ্টা করছেন; তারা সঠিক পথে আসুন। পত্রিকায় দেখি ডাকসু নির্বাচনের কথা। দেশের মানুষ ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে ভোট দিতে পারেনি। দেশের মানুষ মুখিয়ে আছে তাদের নির্বাচিত সরকারের জন্য। তাই আগে সংসদ নির্বাচন এরপর অন্য নির্বাচন।’

চট্টগ্রাম মহানগর বিএনপি পুনর্গঠনের জন্য এই সাংগঠনিক সভা উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান বলেন, তৃণমূল থেকে ইউনিট, ওয়ার্ড ও থানা পর্যায়ে সম্মেলন করার পর মহানগর সম্মেলন অনুষ্ঠিত হবে। আমাদের তৃণমূল থেকে বিএনপিকে পুনর্গঠন করা হচ্ছে। তৃণমূল থেকে সম্মেলনের মাধ্যমে সারাদেশে কমিটি গঠন করা হবে। দীর্ঘদিন গণতন্ত্রের কথা বলেছেন দেশনায়ক তারেক রহমান, তারই ধারাবাহিকভাবে সম্মেলনের মাধ্যমে কমিটি হবে।

চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক এরশাদ উল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিমুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

বাংলাদেশ সময়: ২২:৩৮:০৬   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে ইউএনও-ওসিসহ আহত ২০
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু
পটিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ভারত-চীনের অর্থনীতির বাতাসে আমাদের এগিয়ে যেতে হবে: পার্বত্য উপদেষ্টা
রাবিপ্রবিতে সি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত হোটেলকে পুরস্কৃত করবে সরকার : পরিবেশ উপদেষ্টা
শিগগিরই সকল সরকারি ভূমি অবৈধ দখলমুক্ত করা হবে: পরিবেশ উপদেষ্টা
‘সীমান্তের সব ভিডিও সত্য নয়, আবার সবটা যে মিথ্যা তাও নয়’
চট্টগ্রামে শারমিন হত্যা মামলার প্রধান আসামি মঈন গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ