পাচার হওয়া অর্থ ফেরাতে ইইউর সহায়তা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাচার হওয়া অর্থ ফেরাতে ইইউর সহায়তা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা
মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫



পাচার হওয়া অর্থ ফেরাতে ইইউর সহায়তা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা

অর্থ পাচার প্রতিরোধ ও কিছু বাংলাদেশি নাগরিকের বিদেশে চুরি করে জমানো সম্পদ পুনরুদ্ধারে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসে‌ন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে এক বৈঠকে তিনি এ সহায়তা চান।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বিগত শাসনামলের অসদাচরণের উল্লেখ করে প্রকল্প সংক্রান্ত দুর্নীতি প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের দৃঢ় অবস্থানের কথা জানান।

বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশের আরএমজি সেক্টরে অবিশ্বাস্য উন্নতির প্রশংসা করে। এ ছাড়া ইউরোপে অনিয়মিত অভিবাসন মোকাবিলায় প্রচেষ্টা বাড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়।

বৈঠক শেষে নিকোলা বিয়ার সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে ইইউ। বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে আমি মনে করি, এটি বিনিয়োগের জন্য স্থিতিশীল। আমি যথেষ্ট আশাবাদী আমরা এ বছরের মধ্যে আমা‌দের যেসব প্রকল্প রয়েছে সেগু‌লোর অগ্রগতি দেখ‌তে পাব, বিশেষ ক‌রে পানি এবং স্যানিটেশন খাতের কথা বলছি।

সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার নির্বাচনের দি‌কে যাবে উল্লেখ ক‌রে বিয়ার বলেন, আমি মনে করি আমরা খুব কাছাকাছি চলে এসেছি যখন সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের কর্মসূচি আসবে এবং খুব শিগগিরই এটিকে নির্বাচনের দিকে নিয়ে যাবে। নির্বাচনের মুহূর্ত এবং তারপর সংসদে ক্ষমতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বাংলাদেশি নাগরিক এবং সংস্থার ওপর নির্ভর করে।

তিনি বলেন, আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে সমগ্র ইউরোপীয় ইউনিয়ন ভবিষ্যতের জন্য বাংলাদেশি নাগরিকদের সেবায় অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়িয়েছে।

বৈঠকে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা হ‌য়ে‌ছে বলে জানান বিয়ার।

উল্লেখ্য, নিকোলা বিয়ার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন কার্যক্রমের তত্ত্বাবধান করেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:১০   ১৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএনপির এমপি প্রার্থী মাসুদের পক্ষে কাজী রোমেলের লিফলেট বিতরন
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন
দক্ষিণ এশীয় দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান পরিবেশ উপদেষ্টার
বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে হবে: মৎস্য উপদেষ্টা
আসিয়ানে ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার আগ্রহ পুনর্ব্যক্ত বাংলাদেশের
বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
স্ত্রীর পরকীয়া প্রেমিককে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার
বেলজিয়ামকে হারিয়ে শুভসূচনা আর্জেন্টিনার
জলবায়ু অর্থায়নের ৮৯১ প্রকল্পে ২ হাজার কোটি টাকার দুর্নীতি : টিআইবি
উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং মারা গেছেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ