বিএনপির মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপির মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫



বিএনপির মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

আজ রোববার বিকাল সাড়ে তিনটায় রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করে। এরপর প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার করে চলতি বছরেই জাতীয় নির্বাচন সম্পন্ন করা অত্যন্ত জরুরি’ বলে মনে করে বিএনপি।’

মাইকেল মিলারের সঙ্গে বৈঠকের আলোচনার বিষয়বস্তু তুলে ধরে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে সবার মনে প্রশ্ন আছে সেই বিষয়গুলো বৈঠকে বিশেষভাবে আলোচিত হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে নির্বাচন। কবে নির্বাচন হতে যাচ্ছে? আমাদের ভাবনা কি? সংস্কারের ব্যাপরে যে আলোচনা হয়েছে সেই সংস্কারের ব্যাপারে আমাদের ভাবনা কি? এসব ব্যাপারে রাষ্ট্রদূত মাইকেল মিলার আমাদের কাছে জানতে চেয়েছেন। মূলত নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’

তিনি বলেন,‘আমাদের পক্ষ থেকে আমরা যেটা বলে আসছি, এই বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য অন্য কোনো ভাবনার দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে আগামী দিনে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের পথে এগিয়ে যেতে হবে। অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত তাড়াতাড়ি ফিরে যাওয়া সম্ভব সেদিকে আমরা জোর দিয়েছি।’

সংস্কারের বিষয়েও আলোচনা হয়েছে জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘সংস্কারের বিষয়ে যেটি আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে কয়েকটি বিষয়ে আমরা ঐক্যমতে যেতে পারব সেগুলো ইমিডিয়েটলি করা যেতে পারে; সেগুলোর ব্যাপারে সময় নেয়ার কোনো কারণ নেই।’

তিনি বলেন, যেসব সংস্কারের ব্যাপারে ঐক্যমত হবে না সেগুলো আগামী দিনে নির্বাচনে প্রত্যেকটি দল জনগণের কাছে নিয়ে যাবে। তাদের কর্মসূচি নিয়ে যাবে। জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী দিনে সংসদে পেশ করা হবে এবং সংসদে আলোচনা হবে, তর্ক হবে-বিতর্ক হবে এবং পাস করা হবে।

বাংলাদেশের অর্থনীতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির পক্ষ থেকে পরিস্কারভাবে বলেছি; আগামী দিনে দেশের অর্থনীতিকে গর্তের ভেতর থেকে তুলে আনতে বিএনপি ইতিমধ্যে নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। পাশাপাশি দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এই সরকারের সময় যদি কোনো কর্মসূচির উদ্যোগ নেওয়া হয় সেটা অবশ্যই বিএনপি সমর্থন করবে।

ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগকারীরা বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছে বলে বৈঠকে আলোচনা হয়েছে। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি বিনিয়োগকারীদের স্বাগত জানায়।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৫৪   ১৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
এক সপ্তাহও ইরানের সঙ্গে যুদ্ধ চালাতে সক্ষম নয় ইসরাইল
হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল
লালমনিরহাটে ক্রিকেটের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে : আসিফ আকবর
সুপার ওভারের থ্রিলারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
বিএনপির সঙ্গে জোট প্রসঙ্গে যা বললেন জোনায়েদ সাকি
ফতুল্লায় অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন-শিক্ষা সামগ্রী বিতরণ
রাবিতে অনুষ্ঠিত হলো ১৬শ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড
সোনারগাঁয়ে মান্নানের পক্ষে যুবদল নেতা মামুনের গণসংযোগ
আমি যে দলটা করি সেটা হলো মুক্তিযোদ্ধার দল : ফজলুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ