এমবাপ্পেকে বিশ্বের সেরা ফরোয়ার্ড বললেন আনচেলত্তি

প্রথম পাতা » খেলাধুলা » এমবাপ্পেকে বিশ্বের সেরা ফরোয়ার্ড বললেন আনচেলত্তি
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫



এমবাপ্পেকে বিশ্বের সেরা ফরোয়ার্ড বললেন আনচেলত্তি

রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর নামের সুবিচার করতে পারছিলেন না ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। যার কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। সেই সময় এমবাপ্পের পক্ষে দাঁড়িয়েছিলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। এখন দুর্দান্ত ফর্মে আছেন এমবাপ্পে। আর তার এমন পারফর্মেন্সের কারণে আনচেলত্তি মনে করেন এমবাপ্পেই বিশ্বের সেরা ফরোয়ার্ড।

লা লিগায় শনিবার (১৮ জানুয়ারি) লাস পালমাসের বিপক্ষে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। সেই ম্যাচে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে ৪-১ গোলে। আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে রিয়ালে পা দিয়েছিলেন এমবাপ্পে। তবে স্বরূপে ফিরতে কিছুটা সময় নিয়েছেন তিনি। লিগে ১২ গোলের পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপ্পের গোল ১৮টি।

বর্তমানে এমবাপ্পের পারফর্মেন্সে মুগ্ধ হয়ে আনচেলত্তি বলেন, ‘এমবাপ্পে বিশ্বের সেরা সেন্টার ফরোয়ার্ড। লোকের সংশয় ছিল সে এই পজিশনে খেলতে পারে কি না। কিন্তু এটা নিয়ে কোনো সংশয় থাকাই উচিত নয়। সে দুর্দান্ত এক স্ট্রাইকার, যে উইংয়ের চেয়ে মাঝখানে খেললেই বেশি ভালো। কারণ, এখানেই সে তার গতি ও টেকনিক দিয়ে আক্রমণে ছুটতে পারে, যেখানে সে অনন্য।’

চলতি মৌসুমে অধারাবাহিক পারফর্মেন্সের কারণে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে বিধ্বস্ত হওয়ার পর রিয়াল মাদ্রিদকে দুয়ো দিয়েছে সমর্থকরা। তবে সেই দুয়োকে স্বাগত জানিয়েছেন আনচেলত্তি।

রিয়াল মাদ্রিদ কোচ বলেন, ‘ফুটবল খেলাটাই এমন। তবে আমি এখনও একটা ব্যাপার নিয়ে ভাবছি। শুনেছি, আমরা খুব খারাপ ফুটবল খেলেছি এই মৌসুমে। অথচ আজকে আমরা লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে। গবেষণা চালিয়ে যাব, দেখব আমি ভুল কি না।’

বাংলাদেশ সময়: ১৬:৩০:২০   ৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ডি ভিলিয়ার্সের ব্যাটিং ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা
কোপায় কলম্বিয়াকে উড়িয়ে ব্রাজিলের নবম শিরোপা জয়, টানা পঞ্চম
শেষ ওভারের রোমাঞ্চে ৬ ম্যাচ পর জয় পেল উইন্ডিজ
মেসির চোটে পড়ার ম্যাচে টাইব্রেকারে জিতল মায়ামি
ফরিদপুরে দর্শক মাতালো এমএ আজিজ গোল্ডকাপ
টাইব্রেকারে রুদ্ধশ্বাস জয়ে কোপা আমেরিকার তৃতীয় স্থান আর্জেন্টিনার
গামিনিকে সরিয়ে মিরপুরে স্পোর্টিং উইকেটের আভাস ফাহিমের
জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনালে টাইগার যুবারা
বিতর্ক দিয়ে শেষ হলো জাতীয় বক্সিং প্রতিযোগিতা
সবচেয়ে কম বয়সে পদক জিতে স্কুলছাত্রীর বিশ্বরেকর্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ