জামালপুরে ব্যাডমিন্টন মাঠে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ব্যাডমিন্টন মাঠে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫



জামালপুরে ব্যাডমিন্টন মাঠে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাডমিন্টন মাঠে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পারভেজ মিয়া (১৬) নামে এক দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার(২২ জানুয়ারি) সকালে ইউপি সদস্য নুরুল ইসলাম নিউজ টু নারায়ণগঞ্জ কে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯টায় উপজেলার মহাদান ইউনিয়নের হিরণ্যবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পারভেজ মহাদান ইউনিয়নের শ্যামেরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে শিবপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার রাত ৯টায় পারভেজ বন্ধুদের সাথে পাশের গ্রাম হিরণ্যবাড়ী এলাকায় ব্যাডমিন্টন খেলতে যায়। সেখানে ব্যাডমিন্টন মাঠে আলো জ্বালানোর জন্য পল্লী বিদ্যুৎ মেইন লাইন থেকে অবৈধভাবে সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে।

এতে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয় পারভেজ। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম তাকে মৃত ঘোষনা করেন।

স্থানীয় লুৎফর রহমান জানান, পারভেজ রফিকুল ইসলামের একমাত্র সন্তান। সে খুব শান্ত স্বভাবের ছেলে ছিল এবং ছাত্র হিসাবেও মেধাবী ছিল। তার অকাল মৃত্যুতে এলাকাবাসী খুবই শোকাহত বলে জানান তিনি।

এদিকে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিষয়ে সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী ম্যানেজার সৌরভ কুমার রায় নিউজ টু নারায়ণগঞ্জ কে বলেন, আমরা অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধের জন্য নাইট অপারেশন করে থাকি। এরপরেও অনেকেই অবৈধভাবে সংযোগ দিয়ে বিদ্যুৎ ব্যবহার করছে। এতে দুর্ঘটনাও বাড়ছে এবং আমরা সিস্টেম লস এর আওতায় চলে যাচ্ছি। তাই, অবৈধ বিদ্যুৎ ব্যবহারে আমাদের সকলকেই সচেতন হওয়া উচিৎ বলে জানান তিনি।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:০২:১১   ২৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্দরে মাসুদুজ্জামানের পক্ষ থেকে শহীদ ও জুলাই যোদ্ধাদের জন্য দোয়া
মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক
জুলাই যোদ্ধাদের সনদ একটু ক‌ঠিন : উপদেষ্টা শারমীন
বিএনপি ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর
দুর্নীতি বন্ধ হলে দেশ স্বনির্ভর হতে সময় লাগবে না: ড. রেজাউল করিম
বন্দরে এড. সাখাওয়াত ‘যারা বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাসী-চাঁদাবাজি করবে, ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবেন’
ধর্মীয় মূল্যবোধ মানব চরিত্রকে উৎকর্ষের পূর্ণতায় অভিষিক্ত করে: ধর্ম উপদেষ্টা
দীর্ঘ ১৫ বছর পর সরিষাবাড়ী পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, নেতা-কর্মীদের উচ্ছ্বাস
বেনাপোলে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাক ড্রাইভার আটক
পাবনায় কবরস্থান থেকে ২১ কঙ্কাল চুরি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ