নিষেধাজ্ঞা কাটিয়ে রাতে লা লিগায় ফিরছেন ভিনিসিয়ুস

প্রথম পাতা » খেলাধুলা » নিষেধাজ্ঞা কাটিয়ে রাতে লা লিগায় ফিরছেন ভিনিসিয়ুস
শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫



নিষেধাজ্ঞা কাটিয়ে রাতে লা লিগায় ফিরছেন ভিনিসিয়ুস

দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে লা লিগায়ও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে রেখেছে লস ব্লাঙ্কোসরা। লা লিগায় নিজেদের ২২তম ম্যাচে এস্পানিওলের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ দিয়ে লা লিগায় ফিরছেন ভিনিসিয়ুস জুনিয়র।

শনিবার (১ ফেব্রুয়ারি) এস্পানিওলের ঘরের মাঠে নামবে ভিনি-রদ্রিগোরা। বাংলাদেশ সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ২টায়।

লা লিগায় ভালেন্সিয়ার গোলরক্ষককে আঘাত করে লাল কার্ড পেয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। এই লাল কার্ডের বিপক্ষে আপিল করার কথা জানিয়েছিলেন কার্লো আনচেলত্তি। তবে আপিল করেও লাভ হয়নি, আক্রমণাত্মক আচরণের জন্য ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্পেনের ফুটবল অ্যাসোসিয়েশন।

এই নিষেধাজ্ঞা কাটিয়ে লা লিগায় ফিরছেন ভিনি। সবশেষ চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলোতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। এবার লা লিগায় সেরাটা দিয়ে দলের শীর্ষস্থান মজবুত করতে পান এই ব্রাজিলিয়ান সুপার স্টার।
আরও পড়ুন
প্লে-অফেই ভাগ্য নির্ধারণ, মুখোমুখি ম্যানসিটি ও রিয়াল মাদ্রিদ

লা লিগায় ২১ ম্যাচে ১৫ জয় এবং ৪ ড্রতে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল। সামন ম্যাচ খেলে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ এবং ১৩ জয় ও তিন ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে বার্সেলোনা।

এস্পানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের স্কোয়াড

গোলরক্ষক: কোর্তোয়া, লুনিন ও সার্জিও।

ডিফেন্ডার: আলাবা, লুকাস ভাজকুয়েজ, ভ্যালেজো, ফ্রাঁ গার্সিয়া, রুডিগার, মেন্ডি, অ্যাসেনসিও ও লরেঞ্জো।

মিডফিল্ডার: বেলিংহাম, ভালভার্দে, মডরিচ, চুয়ামেনি, আরদা গুলার ও সেবেলোস।

ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, এমবাপ্পে, রদ্রিগো, এন্ড্রিক ও ব্রাহিম।

বাংলাদেশ সময়: ১১:২৭:২১   ৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ফাইনালের আগে ঘুমাতে পারেননি বসুন্ধরার কোচ
শ্বাসরুদ্ধকর এল-ক্লাসিকো, ৫ গোল–৩ লাল কার্ডের দিনে শিরোপা বার্সার
রিশাদের লাহোর জিতলো কিউই তারকার ব্যাটে
খেলোয়াড় দলবদলে একাডেমিগুলোর অর্থ পাওয়ার আশ্বাস তাবিথের
প্রধান উপদেষ্টার সাথে কাতার সফরকে স্বপ্নের মত বললেন চার ক্রীড়াবিদ
কোহলির রেকর্ড গড়া ম্যাচে রাজস্থানকে হারালো ব্যাঙ্গালুরু
গেতাফেকে হারিয়ে শিরোপা দৌড়ে টিকে থাকলো রিয়াল
প্যালেসের সাথে আর্সেনালের ড্র, শিরোপার আরো কাছে লিভারপুল
বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বাড়াতে কাতার ফাউন্ডেশনের সহায়তার প্রতিশ্রুতি
৯৫ রানে ভাঙল জিম্বাবুয়ের জুটি, হারের পথে হাঁটছে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ