নাটকীয় ফাইনালে মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন সেনেগাল

প্রথম পাতা » খেলাধুলা » নাটকীয় ফাইনালে মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন সেনেগাল
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬



নাটকীয় ফাইনালে মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন সেনেগাল

আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে দেখা মিলল নাটকীয়তা, বিতর্ক। ঘটনাবহুল ফাইনালে মরক্কোকে হারিয়ে দ্বিতীয়বারের মতো আফ্রিকা কাপ অব নেশন্সের শিরোপা জিতল সেনেগাল। ফাইনালে মরক্কোকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারায় সাদিও মানের দল।

রোববার (১৮ জানুয়ারি) রাতে মরক্কোর রাজধানী রাবাতে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকলেও অতিরিক্ত সময়ের শুরুতেই দর্শনীয় এক গোল করেন পাপা গুইয়ে। সেই গোলেই শিরোপা নিশ্চিত হয় সেনেগালের।

এ নিয়ে দ্বিতীয়বার আফ্রিকা কাপ অব নেশন্স জিতল সেনেগাল। এর আগে ২০২১ সালে প্রথমবার মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল তারা। অন্যদিকে, মরক্কোর শিরোপা অপেক্ষা দীর্ঘ হলো আরও। ১৯৭৬ সালের পর আর এই ট্রফির স্বাদ পায়নি তারা।

ম্যাচের শুরু থেকেই সুযোগ তৈরি করেছিল সেনেগাল। পঞ্চম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও পাপা গুইয়ের হেড গোলরক্ষকের হাতে যায়। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় মরক্কো, তবে একের পর এক শট লক্ষ্যভ্রষ্ট হয়। শেষদিকে বিতর্ক চরমে ওঠে।

যোগ করা সময়ের শেষ দিকে কর্নার থেকে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ব্রাহিম দিয়াস ফাউলের শিকার হলে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সেনেগাল কোচ পাপ ঝাও খেলোয়াড়দের ড্রেসিংরুমে ডেকে নেন। কিছুক্ষণ পর তারা মাঠে ফেরেন।

পেনাল্টি নিতে এসে ব্যর্থ হন দিয়াস। দুর্বল পানেনকা শট সহজেই ধরে নেন সেনেগালের গোলরক্ষক মেন্ডি। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। শুরুতেই ইদ্রিসা গেয়ির থ্রু বল ধরে দুর্দান্ত কোনাকুনি শটে জয়সূচক গোলটি করেন পাপা গুইয়ে। পরে মরক্কো সমতায় ফেরার একাধিক সুযোগ পেলেও ভাগ্য সহায় হয়নি।

বাংলাদেশ সময়: ১১:৩৮:১১   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


নাটকীয় ফাইনালে মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন সেনেগাল
উড়ন্ত বার্সেলোনার জয়রথ থামাল সোসিয়েদাদ
প্লে-অফে কে কার মুখোমুখি হবে
লেভান্তেকে হারিয়ে জয়ে ফিরল রিয়াল
ডার্বিতে সিটিকে উড়িয়ে ক্যারিকের ইউনাইটেডের দুর্দান্ত শুরু
পিছিয়ে থেকেও ভুটানের সঙ্গে ড্র করল বাংলাদেশ
টস জিতে ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ
শেষ ওভারের রোমাঞ্চকর জয়ে শীর্ষে ফিরল রাজশাহী
টস জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠাল চট্টগ্রাম
নাজমুলের পদত্যাগ ছাড়া মাঠে নামবেন না ক্রিকেটাররা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ