সমতায় শেষ ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ, শেষ ম্যাচেই শিরোপা নির্ধারণ

প্রথম পাতা » খেলাধুলা » সমতায় শেষ ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ, শেষ ম্যাচেই শিরোপা নির্ধারণ
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫



সমতায় শেষ ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ, শেষ ম্যাচেই শিরোপা নির্ধারণ

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ৬ গোল খেয়ে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করেছিল ব্রাজিল। তবে এরপর নিজেদের ভুল শুধরে ঘুরে দাঁড়ায় তারা। চূড়ান্ত পর্বে এসে টেবিলের শীর্ষে আছে ব্রাজিল। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) চূড়ান্ত পর্বের ম্যাচে আবারও এই দুই দল মুখোমুখি হয়েছিলো। যা ১-১ সমতায় শেষ হয়। ফলে এখনই শিরোপা নির্ধারণ হচ্ছে না। দুই দলের শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকবে সকলে।

এস্তাদিও ন্যাসিওনাল ব্রিগিডো ইরিয়ার্তে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনা। প্রথমার্ধেই ম্যানচেস্টার সিটির তারকা ক্লাউদিও এচেভেরি পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনার পাল্টা জবাব দিতে পারছিল না ব্রাজিল। তবে ম্যাচের ৭৮তম মিনিটে রায়ান ব্রাজিলকে সমতায় ফেরান। এই গোলের পর আরও আগ্রাসী হয়ে ওঠে ব্রাজিল। ম্যাচের শেষ দিকে এক ফাউলকে কেন্দ্র করে দুই দলের ফুটবলাররা দণ্ডে জড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত আর স্কোরলাইনে কোনো পরিবর্তন আসেনি।

এদিকে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচটি সমতায় শেষ হওয়ায় ৪ ম্যাচে দুই দলের পয়েন্ট হল সমান ১০। এখন শেষ ম্যাচ গুরুত্বপূর্ণ হয়ে উঠলো দুই দলের জন্যই। শেষ ম্যাচেও যদি পয়েন্ট সমান হয়, তবে গোল ব্যবধানেই নির্ধারিত হবে শিরোপা।

চূড়ান্ত পর্বের শেষ ম্যাচে ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে আর আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। ব্রাজিল যদি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়, তবে শিরোপা ধরে রাখার পাশাপাশি ব্রাজিল নিশ্চিত করবে নিজেদের ১৩তম ট্রফি। আর আর্জেন্টিনা জিতলে এটি হবে তাদের ষষ্ঠ মহাদেশীয় শিরোপা।

বাংলাদেশ সময়: ১২:১৯:২৭   ৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ফাহিমের জোড়া গোলে আবারও আবাহনীকে হারাল বসুন্ধরা
বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন
ফাইনালের আগে ঘুমাতে পারেননি বসুন্ধরার কোচ
শ্বাসরুদ্ধকর এল-ক্লাসিকো, ৫ গোল–৩ লাল কার্ডের দিনে শিরোপা বার্সার
রিশাদের লাহোর জিতলো কিউই তারকার ব্যাটে
খেলোয়াড় দলবদলে একাডেমিগুলোর অর্থ পাওয়ার আশ্বাস তাবিথের
প্রধান উপদেষ্টার সাথে কাতার সফরকে স্বপ্নের মত বললেন চার ক্রীড়াবিদ
কোহলির রেকর্ড গড়া ম্যাচে রাজস্থানকে হারালো ব্যাঙ্গালুরু
গেতাফেকে হারিয়ে শিরোপা দৌড়ে টিকে থাকলো রিয়াল
প্যালেসের সাথে আর্সেনালের ড্র, শিরোপার আরো কাছে লিভারপুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ