 বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খাগড়াছড়ি জেলার জেলা সমাবেশ আজ মঙ্গলবার খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি  টাউন হল চত্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অতিথিরা।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খাগড়াছড়ি জেলার জেলা সমাবেশ আজ মঙ্গলবার খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি  টাউন হল চত্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অতিথিরা।
খাগড়াছড়ির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলান খন্দকারের সভাপতিত্বে আয়োজিত জেলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি  রিজিয়ন কমান্ডার  ব্রিগেডিয়ার  জেনারেল  শরীফ মো: আমান হাসান। প্রধান আলোচক ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম রেঞ্জের উপ মহাপরিচালক ড.মো: সাইফুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিজিবির খাগড়াছড়ি  সেক্টর কমান্ডার কর্নেল মো: আব্দুল  মোত্তাকিম,পুলিশ সুপার আরেফিন জুয়েল,সিভিল সার্জন ডা: মোহাম্মদ ছাবের, জেলা কমান্ডার মো:আরিফু রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেযে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আনসার সদস্যদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা।
 বাংলাদেশ সময়: ১৬:২৮:০৯   ১২০ বার পঠিত