কুড়িগ্রামে আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » কুড়িগ্রামে আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
শনিবার, ২২ মার্চ ২০২৫



কুড়িগ্রামে আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাটে ১৭ বছরের এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি ফজলু হককে গ্রেফতার করেছে রাজারহাট থানা পুলিশ।

শনিবার (২২ মার্চ) সকালে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ফজলু লালমনিরহাটের চর গোগুন্ডা এলাকার টেংরা মামুদ এর ছেলে।

এদিকে, গতকাল শুক্রবার রাতে রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২ মার্চ আত্মীয়তার সুবাদে রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সুলতান মাহমুদ গ্রামের ভুক্তভোগী কিশোরীর বাড়িতে যান গাড়ি চালক ফজলু হক ও তার স্ত্রী। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অস্ত্রের ভয় দেখিয়ে কিশোরীকে মোটরসাইকেলে তুলে লালমনিরহাট সদরের চরগুকুন্ডা গ্রামে নিয়ে যায় তারা। পরে স্ত্রীর সহযোগিতায় কিশোরীকে তাদের বাড়িতে আটকিয়ে রেখে ১৮ দিন ধরে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণ করে ফজলু হক ও তার সহযোগী সেলিম।

এছাড়া, কিশোরীকে অস্ত্রের মুখে তার পরিবারের মোবাইলে ফোন দিয়ে আত্মীয়ের বাড়িতে ভালো আছে বলে জানিয়ে দিয়েছিলেন অভিযুক্ত ফজলু।

এদিকে, বুধবার রাতে কৌশলে পালিয়ে নিজ বাড়িতে আসার সময় ফজলুর লোকজন ধাওয়া দিলে কিশোরী রাজারহাটের গতিয়াসাম গ্রামে আব্দুল বাছেদ মিয়ার বাড়িতে আশ্রয় নেয়। সেখানে তার সাথে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনার বর্ণনা দেয়।

পরে অভিযুক্ত ফজলু হক, তার সহযোগী সেলিম ও ফজলু হকের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের হলে গতকাল শুক্রবার রাতে প্রধান আসামি ফজলু হককে রংপুর থেকে গ্রেফতার করা হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বলেন, ‘আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি ফজলুকে রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে। আরও দুই আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

বাংলাদেশ সময়: ১৩:১২:৩৪   ১৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাঙামাটিতে জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা দিলেন
পোস্টাল ভোটে নিবন্ধনের সময় বাড়লো ইসি
দীপু-হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেসসচিব
তারেক রহমানকে বরণ করতে ঢাকার পথে চট্টগ্রামের লক্ষাধিক নেতাকর্মী
কল অব ডিউটি’র স্রষ্টা ভিন্স জাম্পেলা আর নেই
সিইসির সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ, যথাসময়ে ভোট চায় এনসিপি
অস্কারের শর্টলিস্টে থাকা ‘হোমবাউন্ড’-এ গল্প চুরির অভিযোগ
নীতিগতভাবে নবায়নযোগ্য জ্বালানি খাতকে প্রাধান্য দেওয়া হয়নি - ড. ইফতেখারুজ্জামান
নির্বাচনী ব্যয় কমাতে না পারলে দুর্নীতিও কমানো যাবে না: দেবপ্রিয় ভট্টাচার্য
রায়পুরায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ