ঈদ বকশিসের নামে অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: সাইফুল আলম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈদ বকশিসের নামে অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: সাইফুল আলম
সোমবার, ২৪ মার্চ ২০২৫



ঈদ বকশিসের নামে অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: সাইফুল আলম

পরিবহন সেক্টরে চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে-এ কথা জানিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেছেন, ঈদ বকশিসের নামে অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবেন না পরিবহন শ্রমিকরা। বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান।

সোমবার (২৪ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ, যাত্রী হয়রানিমুক্ত, টিকিট কালোবাজারি বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও সড়ক পথে চাঁদাবাজি বন্ধের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন যৌথভাবে এ সংবাদ সম্মেলন আয়োজিত হয়। সেখানে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকার সড়ক পরিবহন সেক্টরকে দলীয়করণ ও চাঁদাবাজির স্বর্গরাজ্যে পরিণত করেছিল এ কথা জানিয়ে সাইফুল আলম বলেন, আওয়ামী লীগের পালিয়ে যাওয়া দোসররা এখনও পরিবহন সেক্টরে সক্রিয়। ঈদযাত্রায় তাদের অসহযোগিতা ভোগাচ্ছে পরিবহন সেক্টরকে।

তিনি বলেন, সব ক্ষেত্রে একটি বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করেছে। তবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নামে সব ধরনের চাঁদা তোলা বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঈদে বাসে বাড়তি ভাড়া নেয়া হচ্ছে এমন প্রশ্ন করা হলে পরিবহন মালিক সমিতির নেতা সাইফুল ইসলাম বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়ার বাইরে বাড়তি ভাড়া নেয়ার সুযোগ নেই। তবে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিচ্ছি। কোনো অবস্থাতেই ঈদ বকশিস বা অন্য যে কোনো নামে যাত্রীদের কাছ থেকে কোনো অতিরিক্ত অর্থ চাওয়া যাবে না বলে সবাইকে নির্দেশনা দেন তিনি।

তিনি আরও বলেন, এবার ঈদে কোনো অবস্থাতেই ফিটনেসবিহীন, লক্কড়-ঝক্কর গাড়ি রাস্তায় যাত্রী বহন করতে পারবে না এ বিষয়ে সব মালিক-শ্রমিককে নির্দেশনা দেয়া হয়েছে। আবার প্রশাসনকেও ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। সিটিতে চলাচলরত গাড়ি দূরপাল্লায় যাত্রী নিয়ে না যাওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান ছাড়াও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫১:১৫   ১৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নির্বাচনে জিতলে ২ শর্তে জাতীয় সরকার গঠন করবে জামায়াত: শফিকুর রহমান
রিজার্ভ বেড়ে ৩২.৫৭ বিলিয়ন ডলারে
গাজীপুরে কারখানার আগুন সাড়ে ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
গানে গানে ছায়ানটের প্রতিবাদ
হাদি হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে হবে: ইশরাক হোসেন
পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়: মির্জা ফখরুল
হাদির খুনিদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে : টুকু
হাদির মৃত্যু: খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল
হাদির মতো দলের জন্য শহীদ হলেও কোনো আক্ষেপ থাকতো না: এটিএম কামাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ