চলতি মাসেই শিরোপা পেয়ে যেতে পারে লিভারপুল

প্রথম পাতা » খেলাধুলা » চলতি মাসেই শিরোপা পেয়ে যেতে পারে লিভারপুল
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫



চলতি মাসেই শিরোপা পেয়ে যেতে পারে লিভারপুল

লিভারপুল কিছুটা খেই হারিয়েছিল বটে। তবে তাদেরকে শিরোপার পথে এগিয়ে দেয়ার দায়িত্বটা যেন পালন করেছে আর্সেনালই। এপ্রিল মাসেই দুবার ড্র করে পয়েন্ট খুইয়েছে গানার্সরা। শেষ ড্র-টা শনিবার ব্রেন্টফোর্ডের বিপক্ষে। সেই একটা ড্র লিভারপুলকে এগিয়ে দেয় অনেকটা পথ। সমীকরণ অনুযায়ী শেষ ৭ ম্যাচে তাদের দরকার মোটে ৯ পয়েন্ট।

সেটাকে গতকালই ৬ পয়েন্টে নামিয়ে এনেছে লিভারপুল। রোববার ওয়েস্ট হামের বিপক্ষে লিভারপুলের ২-১ গোলের জয়ে শিরোপার আরও কাছে চলে গিয়েছে অলরেডরা। এখন নিজেদের পরের দুই ম্যাচে জিতলেই প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করবে লিভারপুল।

জয়ের পর লিভারপুলের পয়েন্ট এখন ৩২ ম্যাচে ৭৬। সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬৩। আর্সেনাল বাকি সব ম্যাচে জয় পেলে তাদের পয়েন্ট হবে ৮১। আর দুই ম্যাচ জিতে লিভারপুল স্পর্শ করবে ৮২ পয়েন্টের ম্যাজিক ফিগার।

সেই হিসেবে পরের দুই ম্যাচে লেস্টার সিটি এবং টটেনহামকে হারালেই ৪ ম্যাচ হাতে রেখে নিজেদের ২০তম লিগ শিরোপা নিশ্চিত করবে অলরেডরা। লেস্টারের বিপক্ষে ম্যাচ হবে ২০ তারিখ। আর টটেনহ্যামের বিপক্ষে ম্যাচ ২৭ এপ্রিল। স্পার্সদের বিপক্ষে ম্যাচটা কঠিন হলেও সেটা হবে ঘরের মাঠ অ্যানফিল্ডে। স্বাভাবিকভাবেই এই ম্যাচ জিতে ঘরের মাঠে শিরোপা নিশ্চিতের উৎসব করতে চাইবে অলরেডরা।

তবে আর্সেনাল পরের ম্যাচে ইপসউইচের কাছে হেরে গেলে, লিভারপুল আর একটি ম্যাচ জিতে আগামী রোববারই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। সেই হিসেবে মাস নয়, সপ্তাহের শেষেই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে লিভারপুল।

ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচে লুইস দিয়াজের গোলে অ্যাসিস্ট করে নতুন একটি রেকর্ড গড়েছেন মোহাম্মদ সালাহ। ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগ মৌসুমে সবচেয়ে বেশি গোলে অবদান এখন সালাহর। এই মৌসুমে এখন পর্যন্ত ৩২ ম্যাচে সালাহ অবদান রেখেছেন ৪৫ গোলে। ২৭ গোল ও ১৮ অ্যাসিস্ট আছে মিশরীয় ফরোয়ার্ডের নামের পাশে। পেছনে ফেলেছেন থিয়েরি অঁরি ও আর্লিং হালান্ডে ৪৪ গোলে সহায়তার রেকর্ডকে।

৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগ মৌসুমে এটাই সবচেয়ে বেশি গোলে অবদান রাখার রেকর্ড। যদিও প্রিমিয়ার লিগের মোট রেকর্ডে অ্যান্ডি কোল এবং অ্যালান শিয়েরারের পেছনে। নিউক্যাসলের জার্সিতে ১৯৯৩-৯৪ মৌসুমে এবং ব্ল্যাকবার্ন রোভার্সের জার্সিতে ১৯৯৪-৯৫ মৌসুমে দুজনে ৪৭ গোলে অবদান রেখেছিলেন। তবে সেসময় ৪২ ম্যাচে অনুষ্ঠিত হতো প্রিমিয়ার লিগ।

বাংলাদেশ সময়: ১৮:১৬:৩৮   ৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন
ফাইনালের আগে ঘুমাতে পারেননি বসুন্ধরার কোচ
শ্বাসরুদ্ধকর এল-ক্লাসিকো, ৫ গোল–৩ লাল কার্ডের দিনে শিরোপা বার্সার
রিশাদের লাহোর জিতলো কিউই তারকার ব্যাটে
খেলোয়াড় দলবদলে একাডেমিগুলোর অর্থ পাওয়ার আশ্বাস তাবিথের
প্রধান উপদেষ্টার সাথে কাতার সফরকে স্বপ্নের মত বললেন চার ক্রীড়াবিদ
কোহলির রেকর্ড গড়া ম্যাচে রাজস্থানকে হারালো ব্যাঙ্গালুরু
গেতাফেকে হারিয়ে শিরোপা দৌড়ে টিকে থাকলো রিয়াল
প্যালেসের সাথে আর্সেনালের ড্র, শিরোপার আরো কাছে লিভারপুল
বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বাড়াতে কাতার ফাউন্ডেশনের সহায়তার প্রতিশ্রুতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ