সোনারগাঁয়ে যুবক আটক, ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে যুবক আটক, ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫



সোনারগাঁয়ে যুবক আটক, ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার

সোনারগাঁয়ে অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সোনারগাঁ থানাধীন ঝাউচর এলাকায় থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য আনুমানিক ২১ লাখ টাকা বলে জানা গেছে। তথ্যটি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

আটককৃত আসামির নাম মো. মামুন (৩০)। সে মুন্সিগঞ্জ গজারিয়া ভবেরচর এলাকার আ. রশিদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুর রহমান তার সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত ডিউটির অংশ হিসেবে ১৭ এপ্রিল ২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে সোনারগাঁ থানাধীন ঝাউচর এলাকায় অবস্থান করছিলেন। এসময় গোপন সূত্রে তিনি জানতে পারেন, কুমিল্লা দিক থেকে একটি মোটরসাইকেলযোগে এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকার দিকে আসছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি অফিসার ইনচার্জ মো. মফিজুর রহমানকে অবহিত করলে তার নির্দেশনায় রাত ৯টা ১০ মিনিটে আষাড়িয়ারচর এলাকার মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এরপর রাত ১০টা ১৫ মিনিটে সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে ওই ব্যক্তিকে আটক করে।

পুলিশ আরও জানায়, পরে আটক ব্যক্তির দেহ তল্লাশিতে একটি কালো রঙের ব্যাগ থেকে নীল রঙের শপিং ব্যাগ বের করা হয়। তার ভেতরে ছিল ৩৫টি কালো রঙের জিপার প্যাকেট, প্রতিটিতে ২০০টি করে ইয়াবা ট্যাবলেট — মোট ৭ হাজার পিস, যার ওজন ৭০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২১ লক্ষ টাকা।

পুলিশ জানায়, অভিযুক্ত মামুন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১০(গ)/৩৮ ধারায় অপরাধ করেছেন। তাকে ১৮ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২৬:৫১   ৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে : মির্জা ফখরুল
সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা
তিন উপদেষ্টার ভবদহ সফর ১০ লাখ মানুষের মনে আশার সঞ্চার করছে
বিমান বাহিনীতে অত্যাধুনিক যুদ্ধবিমান সংযোজনে সরকার সহযোগিতা করবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ