স্পেনে অল ইংলিশ ফাইনাল নিয়ে উত্তাপ

প্রথম পাতা » খেলাধুলা » স্পেনে অল ইংলিশ ফাইনাল নিয়ে উত্তাপ
বুধবার, ২১ মে ২০২৫



স্পেনে অল ইংলিশ ফাইনাল নিয়ে উত্তাপ

অল ইংলিশ ফাইনালে রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লড়বে টটেনহ্যাম হটস্পার। ইতিহাসে এবারই প্রথম দুটি লো র‌্যাঙ্কড টিম মুখোমুখি হচ্ছে উয়েফার ফাইনালে। পুরো মৌসুম বাজে কাটলেও ইউরোপা লিগের শিরোপা আর আসছে মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ টিকিট নিশ্চিত করার সুযোগ লুফে নিতে চায় দু-দলই। বিলবাওয়ের সান মামেস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বুধবার (২১ মে) রাত ১টায়।

পুরো মৌসুম বাজে কাটানোর পর শেষটায় গোল্ডেন চান্স। জিতলে শিরোপার শূন্য শোকেজ ভরে উঠবে, একই সঙ্গে নিশ্চিত হবে সামনের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ টিকিট। এমন সুযোগ লুফে নিতে নিশ্চয়ই চেষ্টার সর্বোচ্চটাই করবে ম্যানচেস্টার ইউনাইটেড আর টটেনহ্যাম হটস্পার।

উয়েফার ইতিহাসে ইউরোপা লিগের এই ফাইনাল লিখা থাকবে ভিন্ন কালিতে। কারণ, এবারই প্রথম লিগের দুটো লো র‌্যাঙ্কড দল মুখোমুখি শিরোপার লড়াইয়ে। ইপিএলে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান ১৬ আর টটেনহ্যামের ১৭। ঠিক তার পরের অবস্থানেই রেলিগেটেড হয়ে যাওয়া তিন দল। তাই দুই ফাইনালিস্ট বাহবা কুড়ানোর বদলে সমালোচনাতেই বিদ্ধ হচ্ছে বেশি।

একই জাতীর দুটো দল নিয়ে ইউরোপা লিগের এটি চতুর্থ ফাইনাল। আর উয়েফার মেজর ট্রফির ইতিহাসে ষষ্ঠ। শেষবার ১৯৬৩-৬৪ মৌসুমের উইনার্স কাপে মুখোমুখি হয়েছিলো ইউনাইটেড ও স্পার্স। রাউন্ড অফ সিক্সটিনের সেই ম্যাচে ইউনাইটেড জিতলেও এবার সম্ভাবনা কম। কারণ চলতি মৌসুমের তিনবারের মুখোমুখিতে সবকটিতে হেরেছে রুবেন আমোরিমের দল।

একেবারে যাচ্ছেতাই ফর্ম সঙ্গী করে ইউরোপা লিগ ফাইনাল খেলবে দুই দল। প্রিমিয়ার লিগে গেল মার্চে লেস্টার সিটিকে হারানো ম্যানচেস্টার ইউনাইটেড হেরেছে শেষ আট ম্যাচ। একই অবস্থা টটেনহ্যামেরও। লিগে সবশেষ ৬ মার্চ জয় পাওয়া স্পার্স এরপর হারের তিক্ততা পেয়েছে ৫ ম্যাচে।

ফর্মহীনতায় ভুগলেও রাসমুস হইলুন্দকে ঘিরেই আক্রমন সাজাচ্ছেন রুবেন আমোরিম। ম্যাথিজ ডি লিটকে অনুশীলনে দেখা গেলেও শুরুর একাদশে থাকার সম্ভাবনা কম। এছাড়াও দিয়াগো দালট, লেনি ইয়োরো আর জির্কজি অনুশীলন নিয়ে সবুজ সংকেত দিয়েছে ম্যানইউ ওয়েবসাইড।

অন্যদিকে, দলের সেরা তিন মিডফিল্ডার ম্যাডিসন, কুলুভেসকি আর লুকাস বার্গভালকে ছাড়াই মাঠে নামতে হবে টটেনহ্যামকে। তবে এই ম্যাচে ফিরছেন ক্রিস্টিয়ান রোমেরো। আর আর্মব্যান্ড হাতে থাকবেন সন হিউন মিন।

বাংলাদেশ সময়: ১৫:২৫:০৭   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সেরা একাদশে নেই ইয়ামাল-এমবাপে, আছেন ৪ পিএসজি তারকা
স্পেনে অল ইংলিশ ফাইনাল নিয়ে উত্তাপ
পিএসএলের জন্য মিরাজকে ছাড়পত্র দিল বিসিবি
কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে : তারেক রহমান
আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা নিয়ে আলোচনা শুরু, কবে হবে এই ফাইনাল
হারল আবাহনী, ২২ বছর পর লিগ চ্যাম্পিয়ন মোহামেডান
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
২ ম্যাচ বাকি থাকতেই লা লিগা চ্যাম্পিয়ন বার্সা
আনচেলত্তির অভিজ্ঞতা ব্রাজিল ফুটবলকে শিরোপা জয়ে সাহায্য করবে: দুঙ্গা
এসি মিলানকে হারিয়ে ৫১ বছর পর ইতালিয়ান কাপের শিরোপা ঘরে তুললো বোলোনিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ