ইসরাইলের সঙ্গে বাণিজ্য স্থগিত করছে আয়ারল্যান্ড

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলের সঙ্গে বাণিজ্য স্থগিত করছে আয়ারল্যান্ড
মঙ্গলবার, ২৭ মে ২০২৫



ইসরাইলের সঙ্গে বাণিজ্য স্থগিত করছে আয়ারল্যান্ড

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলাকে যুদ্ধাপরাধ ও গণহত্যা অভিহিত করে দেশটির কোম্পানিগুলোর সঙ্গে বাণিজ্য স্থগিত করার জন্য আইন পাস করতে যাচ্ছে ইউরোপের দেশ আয়ারল্যান্ড।

মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, আয়ারল্যান্ড যদি এ ধরনের পদক্ষেপ নেয়, সেটি ইউরোপীয় দেশের মধ্যে প্রথম কোনো দেশ হতে যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, তারা দখলদার ইসরাইলে অবস্থিত ইহুদিবাদী কোম্পানিগুলোর সঙ্গে বাণিজ্য বন্ধ করার জন্য আইন পাস করতে চাইছে।

আয়ারল্যান্ডের এই প্রভাবশালী মন্ত্রী আরও বলেন, আশা করা হচ্ছে পররাষ্ট্র বিষয়ক কমিটি আসন্ন মাস অর্থাৎ জুন মাসেই এই বিলটির নানা দিক পর্যালোচনার কাজ শুরু করবে।

গাজায় ইসরাইলি অবরোধের কারণে শিশুদের অনাহারে থাকা এবং খাদ্যকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের নিন্দা করেছেন হ্যারিস। তিনি বলেন, আয়ারল্যান্ডের ট্রাকসহ বহু ত্রাণবাহী ট্রাক অবরোধের কারণে ৮০ দিনেরও বেশি সময় ধরে অপেক্ষা করছে।

ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশ ইসরাইলের সঙ্গে বাণিজ্য পর্যালোচনা করতে সম্মত হওয়ার কয়েকদিন পর হ্যারিসের এই ঘোষণা এল।

গাজায় ইসরাইলের আচরণকে ‘যুদ্ধাপরাধ’ এবং ‘গণহত্যামূলক কার্যকলাপ’ অভিহিত করে আইরিশ উপ-প্রধানমন্ত্রী বলেন, ইসরাইলের সঙ্গে বাণিজ্য চুক্তি পর্যালোচনার চেয়েও বেশি কিছু করা দরকার। এটি স্থগিত করা দরকার, কারণ তাদের সঙ্গে স্বাভাবিকভাবে ব্যবসা করা সম্ভব নয়।

বিশ্ব সম্প্রদায় গাজায় ইসরাইলের আগ্রাসন থামাতে কোনো পদক্ষেপ নেয়নি অভিযোগ করে তিনি আরও বলেন, এটি একেবারে স্পষ্ট যে বিশ্বকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৬:৪০:১৩   ৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বিক্ষোভে হওয়া সহিংসতাকে অপরাধ বললেন সুশীলা কার্কি, তদন্তের ঘোষণা
ইসহাক দারকে রুবিও’র ফোন, পাক-মার্কিন সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি
কায়রোয় হামাস নেতাদের হত্যার চক্রান্ত করছে ইসরাইল: মিশর
রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ভেঙে দেয়া হলো নেপালের পার্লামেন্ট, মার্চে নির্বাচন
ইসরাইলের নাম না নিয়ে কাতারে হামলার নিন্দা জানালো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
ইসরাইলের ‘চরমপন্থি মন্ত্রীদের’ শাস্তি দেয়ার ঘোষণা ইউরোপীয় কমিশন প্রেসিডেন্টের
নেপালে অরাজকতা, দেশজুড়ে কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি
কড়া সতর্কবার্তা দিলেন নেপালের সেনাপ্রধান
এবার নেপালের ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ