আল-আকসায় হাজারো ফিলিস্তিনির ঈদের নামাজ আদায়

প্রথম পাতা » আন্তর্জাতিক » আল-আকসায় হাজারো ফিলিস্তিনির ঈদের নামাজ আদায়
শুক্রবার, ৬ জুন ২০২৫



আল-আকসায় হাজারো ফিলিস্তিনির ঈদের নামাজ আদায়

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন হাজারো ফিলিস্তিনি।

শুক্রবার (৬ জুন) স্থানীয় সময় সকালে ফিলিস্তিনিরা আল-আকসা মসজিদে সমবেত হন এবং সুশৃঙ্খলভাবে ঈদের নামাজ আদায় করেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ঈদুল আজহার নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় অনেক শিশুরাও ঈদের নামাজে সমবেত হন।

ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে পরিচিত আল-আকসা মসজিদ ফিলিস্তিনিদের জন্য শুধু ধর্মীয় স্থানই নয়, এটি তাদের রাজনৈতিক ও জাতীয় পরিচয়েরও এক গুরুত্বপূর্ণ প্রতীক। ঈদুল আজহার দিনে এখানে নামাজ আদায় করা ফিলিস্তিনিদের জন্য ধর্মীয় ও ঐতিহ্যবাহী আচার।

এদিকে গাজায় চলমান যুদ্ধের মধ্যে উপত্যকাটির বাসিন্দারা টানা দ্বিতীয়বারের মতো ঈদুল আজাহা পালন করছেন। ইসরাইলের ধ্বংসযজ্ঞের মধ্যে গাজার বাসিন্দারা ঈদুল আজহা পালন করছেন চরম মানবিক সংকট, অনিশ্চয়তা ও গভীর বেদনার মধ্যদিয়ে।

আল জাজিরা বলছে, দক্ষিণ গাজার খান ইউনিসে কিছু ফিলিস্তিনিকে যুবক ও শিশুকে ঈদুল আজহার নামাজ আদায় করতে দেখা গেছে।
এছাড়া গাজায় ইসরাইলের হামলায় আহত কিছু ফিলিস্তিনি কাতারের রাজধানী দোহায় ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

ফিলিস্তিনি চিত্র সাংবাদিক বিলাল খালেদের ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে দোহার আল-থুমামা কমপ্লেক্সে কয়েক ডজন শিশুকে ঈদের নামাজ পড়তে দেখা গেছে।

আল জাজিরা বলছে, ঈদুল আজহার দিনেও গাজায় ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। দক্ষিণ গাজায় ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার সকালে খান ইউনিসের পাশাপাশি মধ্য গাজার নুসাইরাতের শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। এছাড়া গাজা শহরের পূর্বে অবস্থিত তুফাহ পাড়ায়ও হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এসব হামলায় অনেকে হতাহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:০১:৫১   ৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তি স্থগিত করল থাইল্যান্ড
দিল্লিতে পার্ক করা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮
মালয়েশিয়া-থাই জলসীমায় নৌকাডুবিতে ১১ জনের মরদেহ উদ্ধার, বহু নিখোঁজ
সুপার টাইফুন ফাং-ওয়ং ফিলিপাইনে আঘাত হেনেছে
ধেয়ে আসছে সুপার টাইফুন ‘ফাং-ওয়ং’, সরিয়ে নেয়া হলো ১ লাখ বাসিন্দাকে
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি আগ্রাসন, নিহত ৬৯ হাজার ছাড়াল
বাংলাদেশ সীমান্তের কাছে তিনটি সেনাঘাঁটি নির্মাণ করেছে ভারত
রাশিয়ার জ্বালানি নিষেধাজ্ঞা থেকে হাঙ্গেরিকে অব্যাহতি দিল যুক্তরাষ্ট্র
ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক শক্তি ইসলামের ক্ষমতা প্রদর্শন করেছে: গালিবাফ
নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র কে এই মামদানি?

News 2 Narayanganj News Archive

আর্কাইভ