নির্বাচনের আগেই ৩০০ সিটে জেতার দাবি কীসের ইঙ্গিত, প্রশ্ন ফারুকের

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনের আগেই ৩০০ সিটে জেতার দাবি কীসের ইঙ্গিত, প্রশ্ন ফারুকের
বুধবার, ২৫ জুন ২০২৫



নির্বাচনের আগেই ৩০০ সিটে জেতার দাবি কীসের ইঙ্গিত, প্রশ্ন ফারুকের

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘৩০০ আসন পাবেন- এমন বক্তব্য কিসের ইঙ্গিত? আমরা যদি আপনাদের জুলাই আন্দোলনে সাপোর্ট না দিতাম, তবে সফল হতে পারতেন না। আওয়ামী লীগের মতো আর হোন্ডা গুণ্ডা দিয়ে নির্বাচনে জেতার আশা করবেন না।’

বুধবার (২৫ জুন) প্রেসক্লাবে গণতন্ত্র ফোরামের এক প্রতিবাদী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী দোসর এবং মব সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণতন্ত্র ফোরাম এই সমাবেশের আয়োজন করে।

ফারুক বলেন, ‘নতুন দল। জুলাই বিপ্লবের অগ্নি কণ্ঠস্বর আপনারা।… দল করেন, প্রতীক নেন, রেজিস্ট্রেশন হোক, নির্বাচনের লড়াই রমজানের আগে হবে, তার আগে কেমনে বলেন, ৩০০ সিট পাবেন। কিসের ইঙ্গিত দিচ্ছেন?’

এ সময় তিনি বলেন, ‘আমার বাচ্চার সমান আপনার বয়স। আপনার জন্মের আগ থেকে রাজনীতির সঙ্গে আমাদের সম্পর্ক। ৬২, ৬৯, ৭১ দেখেছি। এরশাদ-বিরোধী আন্দোলন দেখেছি, হাসিনা-বিরোধী আন্দোলন দেখেছি। আপনাদের আন্দোলনে যদি তারেক রহমানের বিএনপিসহ যারা আমরা রাজপথে ছিলাম তারা সমর্থন না দিতাম তাহলে কোনোদিনই আপনারা সফল হতে পারতেন না। আপনাদের এই সফলতাকে আমরা অস্বীকার করি না। কিন্তু কথাবার্তাগুলো যেনো সুন্দর হয়। কারণ, আমাদের দল বলেছে আসুন রাজনীতি করেন, ক্ষমতায় বসেন, যদি জনগণ ভোট দেয়। হাসিনার মতো দিনের ভোট রাতে করে, মরা ব্যক্তির ভোট দিয়ে ১০টা হোন্ডা গুণ্ডা দিয়ে নির্বাচন কেন্দ্র দখল করে ক্ষমতায় যাওয়ার আশা আর বাংলাদেশে কোনোদিনও করবেন না।’

এর আগে রোববার (২২ জুন) এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সংস্কার কমিশন যে ৪০০ আসন করার প্রস্তাব করেছে, তার মধ্যে ৩০০ আসন আমাদের ঘরে থাকবে। সংসদ এখন খালি রয়েছে। এবারই এনসিপি সংসদে সরকার গঠন করবে। সব চ্যালেঞ্জ মাড়িয়ে এগিয়ে যাবে তাদের দল।’

বাংলাদেশ সময়: ১৫:২০:২১   ৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
ধারাবাহিক অগ্নিকাণ্ডের পেছনে নাশকতার গন্ধ রয়েছে : আব্দুস সালাম
আইএলও কনভেনশনে স্বাক্ষর, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ: প্রধান উপদেষ্টা
ঐক্যই হবে বিএনপির জয়ের ভিত্তি: অ্যাড. টিপু
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
সড়কে গতি নিয়ন্ত্রণ ও জীবনরক্ষায় হেলমেট ব্যবহারের আহ্বান ডিসি-এসপির
ফতুল্লায় মাজার পুঁজি করে অশ্লীলতা ও মাদক ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ
স্বৈরাচারের সহযোগীরা অবৈধ সম্পদের পাহাড় তৈরি করেছে: গিয়াসউদ্দিন
শাপলা না দেওয়ার আইনি ব্যাখ্যা দিলে অন্য প্রতীক বিবেচনা করা হবে : নাহিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ