কিশোরগঞ্জে তিনদিন ব্যাপী ফল মেলা শুরু

প্রথম পাতা » কিশোরগঞ্জ » কিশোরগঞ্জে তিনদিন ব্যাপী ফল মেলা শুরু
বুধবার, ২৫ জুন ২০২৫



কিশোরগঞ্জে তিনদিন ব্যাপী ফল মেলা শুরু

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’—এই স্লোগানকে সামনে রেখে জেলায় তিনদিন ব্যাপী ফল মেলা শুরু হয়েছে।

আজ সকাল ১০টায় জেলা কৃষি বিভাগের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পরে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত দেশি-বিদেশি ফল সম্পর্কে আগ্রহের সঙ্গে খোঁজখবর নেন। পরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সাদিকুর রহমান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমতসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এবারের ফল মেলায় জেলার ১৩টি উপজেলার কৃষি অফিস এবং হর্টিকালচার সেন্টার অংশ নিয়েছে। মোট ৮টি স্টলে প্রদর্শিত হয়েছে নানা জাতের দেশি ও বিদেশি ফল। এর মধ্যে রয়েছে,কাঁঠাল, জাম, আনারস, লটকন, ড্রাগন ফল, আমলকি, মাল্টা, বেল, কলা, পেয়ারা, জাম্বুরা, ডেউয়া ও তালসহ নানা প্রকার মৌসুমি ও বারমাসি ফল।

আগামী শুক্রবার ফল মেলা শেষ হবে। মেলায় আসা দর্শনার্থীদের মধ্যে ফলচাষের প্রতি আগ্রহ তৈরি করতে নানা সচেতনতামূলক প্রচার কার্যক্রমও চালানো হচ্ছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৫:৩০:৪৭   ১২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কিশোরগঞ্জ’র আরও খবর


কৃষিতে অতিরিক্ত বালাইনাশক ব্যবহারের ফলে হাওড়ের মৎস্যসম্পদ ক্ষতির সম্মুখীন - মৎস্য উপদেষ্টা
ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩২ বস্তা টাকা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত
কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ১০ সেপ্টেম্বর
এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তিকে বসানোর জন্য আন্দোলন করিনি : আখতার
কিশোরগঞ্জে তিনদিন ব্যাপী ফল মেলা শুরু
দেশের প্রয়োজনে ড. ইউনূসকে সব দলের সহযোগিতা করা উচিত: আবু হানিফ
কিশোরগঞ্জে কৃষক হত্যায় ১৩ জনের যাবজ্জীবন
ইমামদের ২ কোটি ৩১ লাখ টাকা সহায়তা দিল কল্যাণ ট্রাস্ট
কিশোরগঞ্জে ট্র্যাফিক পুলিশ অফিসে অগ্নিকাণ্ড, নথি পুড়ে ছাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ