বেনফিকাকে উড়িয়ে চেলসি, স্বদেশি ক্লাবকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পালমেইরাস

প্রথম পাতা » খেলাধুলা » বেনফিকাকে উড়িয়ে চেলসি, স্বদেশি ক্লাবকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পালমেইরাস
রবিবার, ২৯ জুন ২০২৫



বেনফিকাকে উড়িয়ে চেলসি, স্বদেশি ক্লাবকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পালমেইরাস

চেলসির বিপক্ষে পাত্তাই পেল না ডি মারিয়ার বেনফিকা। পর্তুগিজ ক্লাবটিকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো চেলসি। শনিবার (২৮ জুন) রাতের আরেক ম্যাচে ১২০ মিনিটের লড়াইয়ে স্বদেশি ক্লাব বোতাফোগোকে হারিয়ে শেষ আট নিশ্চিত করলো ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস।

ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বেনফিকা ও চেলসি। পুরো ম্যাচে আধিপত্য করে খেলেছে ইংলিশ জায়ান্টরা। ৬৪ শতাংশ সময় বল দখলে রেখে ২২টি শট নিয়ে ১২টি-ই গোলমুখে রেখেছিল তারা। অন্যদিকে ৮ শট নিয়ে ৫টি লক্ষ্য বরাবর রাখতে পেরেছিল বেনফিকা।

আধিপত্য করলেও নির্ধারিত সময়ের খেলায় খুব একটা সুবিধা করতে পারেনি চেলসি। একের পর এক আক্রমণ ব্যর্থ হওয়ার পর ৬৪তম মিনিটে গিয়ে প্রথম গোলের দেখা পায় তারা। ডি-বক্সের বাইরে বাঁ কোণ থেকে দারুণ এক ফ্রি-কিক শটে জাল খুঁজে নেন রিচ জেমস। ঝাঁপিয়ে পড়েও বল আটকাতে পারেননি বেনফিকা গোলরক্ষক আনাতোলি ত্রুবিন। এই এক গোলেই জয় নিশ্চিতের পথে ছিল চেলসি।

কিন্তু যোগ করা সময়ে বক্সে চেলসি খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টির আবেদন করে বেনফিকা। ভিআর চেকে রেফারিও সন্তুষ্ট হন। সফল স্পটকিকে দলকে সমতায় ফেরান আনহেল ডি মারিয়া। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

তবে এবার আর বেনফিকাকে পাত্তা দেয়নি চেলসি। ১০৮তম মিনিটে ক্রিস্টোফার এনকুনকু, ১১৪তম মিনিটে পেদ্রো নেতো আর ১১৭তম মিনিটে কিয়েরনান ডুসবারি-হল গোল করে চেলসিকে ৪-১ গোলের বড় জয় এনে দেন।

এদিকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করেছে দুই ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস ও বোতাফোগো।ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে ১২০ মিনিটের লড়াইয়ে বোতাফাগোকে ১-০ গোলে হারিয়েছে পালমেইরাস। দুই দলের রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা ম্যাচের একমাত্র গোলটি এসেছে ১০০ মিনিটে। গোলটি করেছেন পালমেইরাসের বদলি তারকা পলিনিও। ডানপ্রান্ত ধরে বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে ড্রিবল করে নিচু কোণাকুণির শটে গোল আদায় করে নেন পলিনিও।

ম্যাচের বাকি সময়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে চেষ্টা করে বোতাফোগো। তবে ১১৬ মিনিটে পালমেইরাস ১০ জনের দলে পরিণত হলেও খুব একটা সুবিধা করতে পারেনি তারা। তাতে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে পালমেইরাস।

ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের চার ক্লাবের সবগুলো জায়গা করে নিয়েছিল। সেখান থেকে প্রথম ক্লাব হিসেবে বিদায় নিলো বোতাফোগো। পালমেইরাস শেষ আটে পৌঁছালো। ফ্লামেঙ্গোর ভাগ্য নির্ধারণ হবে রোববার রাতে আর ফ্লমিনেন্সের ম্যাচ সোমবার রাতে।

বাংলাদেশ সময়: ১১:২৭:১৩   ৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সিটিকে হটিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার আর্সেনালের
মাইলফলকের ম্যাচে জোড়া গোল করলেন রোনালদো
জয় দিয়ে বছর শেষ করলো ম্যানচেস্টার ইউনাইটেড
দুই গোল পিছিয়ে থেকেও বসুন্ধরা কিংসকে রুখে দিলো আবাহনী
শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে সিলেটকে হারাল রাজশাহী
টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠাল রাজশাহী, একাদশে আছেন যারা
রুদ্ধশ্বাস টাইব্রেকারে জিতে কারাবো কাপের সেমিতে আর্সেনাল
সাবিনার নেতৃত্বে দল ঘোষণা বাংলাদেশের
সালাহ’র শেষ সময়ের গোলে জয় পেল মিশর
ব্রাজিলিয়ানের জোড়া গোলে ১১ বছর পর সুপারকাপ নাপোলির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ