৭ গোলের থ্রিলার ম্যাচে আল হিলালের ইতিহাস, ম্যানসিটির বিদায়

প্রথম পাতা » খেলাধুলা » ৭ গোলের থ্রিলার ম্যাচে আল হিলালের ইতিহাস, ম্যানসিটির বিদায়
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫



৭ গোলের থ্রিলার ম্যাচে আল হিলালের ইতিহাস, ম্যানসিটির বিদায়

আক্রমণ-প্রতি আক্রমণ, লিডের পর আবারও গোল শোধ। শেষ পর্যন্ত টিকেছে আল হিলালের লিডটাই। ম্যানচেস্টার সিটির সঙ্গে রুদ্ধশ্বাস এই থ্রিলার ম্যাচে হয়েছে ৭টি গোল। যেখানে সৌদি আরবের ক্লাবই শেষ হাসি হেসেছে। পেপ গার্দিওলার ম্যানসিটিকে ৪-৩ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আল হিলাল।

ক্লাব বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানসিটি আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় সকাল ৭টায় ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে আল হিলালের মুখোমুখি হয়। বল দখল থেকে শট নেওয়া সবদিকেই গার্দিওলার শিষ্যরা এগিয়ে থাকলেও ম্যাচের ফল গেছে বিপক্ষে। যদিও ম্যাচে গোলের সূচনাও করে সিটি। তবে এরপর বাকি তিনবারই লিড নিয়ে আল হিলাল স্কোরবোর্ড নিজেদের পক্ষে রাখে। তাদের চতুর্থ গোল বাদে প্রতিবারই সমতায় ফিরেছিল সিটি।

এই জয়ে ইউরোপীয় দলের বিপক্ষে এশিয়ান ক্লাবগুলোর টানা ২০ ম্যাচের জয়খরা কাটিয়েছে সৌদি প্রো লিগের দলটি। এমনকি আল হিলাল প্রথম কোনো এশিয়ান ক্লাব হিসেবে ফিফার আনুষ্ঠানিক কোনো টুর্নামেন্টে ইউরোপীয় দলের বিপক্ষে জয় পেল। দারুণ থ্রিলারে ম্যাচ সারাক্ষণ তাতিয়ে রাখলেও ম্যাচে তাদের দখলে বল ছিল ৩১ শতাংশ। এ ছাড়া ১৭ শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় আল হিলাল। বিপরীতে পজেশনে আধিপত্যের পাশাপাশি তাদের রক্ষণে রীতিমতো ত্রাস ছড়িয়ে ৩০টি শট নেয় সিটি, এর মধ্যে ১৪টি গোলের লক্ষ্যে ছিল।

৩২ দলের এই প্রতিযোগিতার গ্রুপপর্বে কেবল ম্যানসিটিই তিন ম্যাচের সবকটিতে জয় পায়। আল হিলালের সঙ্গে তাদের তুলনাটাও সেভাবে খাটে না। তবে সেই প্রতিপক্ষের কাছেই তাদের বড় আপসেট হতে হলো। আগের রাতে আরেক ইউরোপীয় জায়ান্ট ইন্টার মিলানকে হারিয়ে চমক দেখিয়েছিল ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। এদিন আল হিলালের পক্ষে মার্কোস লিওনার্দো দুটি এবং ম্যালকম ও কালিদু কুলিবালি একটি করে গোল করেন। সিটির পক্ষে একটি করে গোল করেন বার্নার্দো সিলভা, আর্লিং হালান্ড ও ফিল ফোডেন।

ম্যাচের মাত্র নবম মিনিটেই পর্তুগিজ মিডফিল্ডার সিলভার গোলে এগিয়ে যায় সিটি। তাদের সেই ব্যবধান বিরতির আগেই আরও বাড়তে পারত। কিন্তু হতাশ করেন আল হিলাল গোলরক্ষক ইয়েসিন বুনো। বিরতির পর নেমে প্রথম মিনিটে সমতায় ফেরে সৌদি ক্লাবটি। গোল করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস লিওনার্দো। আল হিলাল ৫২ মিনিটেই লিড নেয় আরেক সেলেসাও তারকা ম্যালকমের গোলে। তবে সেটি টিকলো মাত্র তিন মিনিট। কর্নার ও সেট পিসে হালান্ড সিটিকে সমতায় ফেরান। নির্ধারিত ৯০ মিনিটে স্কোরবোর্ড পরিণত হয় ২-২ এ।

ফল নির্ধারণে সিটি-আল হিলাল ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। যার শুরুতেই গোল পায় মেন ইন ব্লু’রা। এবার স্কোরবোর্ডে নাম তোলেন আল হিলালের সেনেগালিজ সেন্টারব্যাক কুলিবালি। ১০৪ মিনিটে ফিল ফোডেনের গোলে সিটি আবারও ম্যাচে ফেরে। কিন্তু তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে আসে ম্যাচের ১১২ মিনিট। ম্যাচে নিজের দ্বিতীয় ও আল হিলালের জয় নির্ধারণী চতুর্থ গোলটি করেন লিওনার্দো। শ্বাসরুদ্ধকর এই লড়াই থামল ৪-৩ ব্যবধানে।

এবারের ক্লাব বিশ্বকাপের আগমুহূর্তে আল হিলাল কোচের দায়িত্ব নিয়েছিলেন ইতালিয়ান কোচ সিমোন ইনজাঘি। তার অধীনেই নেইমার জুনিয়রের সাবেক ক্লাবটি ইতিহাস গড়ল। গত রাতে ইন্টার মিলানকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ফ্লুমিনেন্স আগামী শনিবার লড়বে আল-হিলালের সঙ্গে।

বাংলাদেশ সময়: ১৪:৪৬:১৯   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইন্টার মিলানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স
৭ গোলের থ্রিলার ম্যাচে আল হিলালের ইতিহাস, ম্যানসিটির বিদায়
পিএসজির বিপক্ষে বিধ্বস্ত মেসির মায়ামি, বিশ্বকাপ থেকে বিদায়
বাংলাদেশের কাছে ৭-০ গোলে হেরেছে বাহরাইন
এশিয়ান কাপ মিশনে আজ বাহরাইনের মুখোমুখি বাংলাদেশ
বেনফিকাকে উড়িয়ে চেলসি, স্বদেশি ক্লাবকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পালমেইরাস
আড়াইশ’র আগেই অলআউট বাংলাদেশ
বিসিবির রজতজয়ন্তী অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন দুর্জয়
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
পালমেইরাসের অবিশ্বাস্য প্রত্যাবর্তন, নকআউটে মেসিদের কঠিন প্রতিপক্ষ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ