ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে প্রধান উপদেষ্টা ও ডিসি বরাবর স্মারকলিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে প্রধান উপদেষ্টা ও ডিসি বরাবর স্মারকলিপি
রবিবার, ৩ আগস্ট ২০২৫



ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে প্রধান উপদেষ্টা ও ডিসি বরাবর স্মারকলিপি

ফতুল্লা ইউনিয়নের লালপুর, পৌষার পুকুরপাড়সহ আশেপাশের এলাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জেলা প্রশাসক ও প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দিয়েছেন স্থানীরা। রবিবার (৩ আগস্ট) দুপুরে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে স্থানীয়রা ডিসির কাছে স্মারকলিপি প্রদান করেন। একই সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বরাবরও একটি পৃথক স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করা হয়।

স্মারকলিপিতে ফতুল্লা ইউনিয়নের ১, ২, ৩, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ভয়াবহ জলাবদ্ধতার চিত্র তুলে ধরা হয় এবং পাঁচ দফা দাবি পেশ করা হয়।

স্মারকলিপিতে জেলা পরিষদের পাম্পের স্থলে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প স্টেশন স্থাপন, নলখালি ও বাগডুমারীসহ সব খাল পুনঃখনন করে কমপক্ষে ১০ ফুট গভীর করা, লালপুর-পৌষার পুকুরপাড় থেকে নলখালি খাল পর্যন্ত ৫–৭ ফুট গভীর বক্স ড্রেন ও ২–৩ ফুট উচ্চ রাস্তা নির্মাণ, রেলওয়ের পানি প্রবাহ বন্ধকারী বাধ অপসারণ, এবং বন্ধ হয়ে যাওয়া ড্রেনমুখ পরিষ্কার করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার পাঁচ দফা দাবি জানান হয়।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, নলখালি ও বাগডুমারী খাল দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে খনন না হওয়ায় এবং দখল-দূষণের কারণে খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি রেলওয়ের ডাবল লাইন প্রকল্পের সময় পানির প্রবাহের পথগুলো বন্ধ হয়ে যাওয়ায় লালপুর, পৌষার পুকুরপাড় ও ইসদাইর এলাকায় অল্প বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এসময় রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, ‘বছরের পর বছর আমরা পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছি। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। জেলা প্রশাসক আমাদের আশ্বস্ত করেছেন যে, সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন: ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমান, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন, লালপুর-পৌষার পুকুরপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি মোসলেম উদ্দিন মুসা, সাধারণ সম্পাদক আব্দুল বারী, সহ-সভাপতি আজাদুর রহমান আজাদ, রেজাউল হক চেঙ্গিস, স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান মিজান, ফেরদৌস পারভেজ ড্যানি, গাবতলী মাজার রোডের তাতা, মুকুল, সামছুল ইসলাম, লালপুর-আল আমিনবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি আরিফুর রহমান জনি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ ভুক্তভোগী এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ২২:৫২:৫৫   ২০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেবীদ্বারে দুই অবৈধ ইটভাটা ধ্বংস, ৮ লাখ টাকা জরিমানা
ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা
হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রহ.)-এর ৭১তম ওরশ শুরু
সোনার দামে ফের রেকর্ড, ভরি ২ লাখ ২৬ হাজার টাকা
ঢাকা চেম্বারের ৬৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : গ্রেপ্তার ৯
নারায়ণগঞ্জে মেঘনা তেল ডিপোতে চালানবিহীন তেল আটক
১২২ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ