সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ আসাবুর বাহিনীর দুই সদস্য আটক

প্রথম পাতা » খুলনা » সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ আসাবুর বাহিনীর দুই সদস্য আটক
বুধবার, ৬ আগস্ট ২০২৫



সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ আসাবুর বাহিনীর দুই সদস্য আটক

সুন্দরবনের কুখ্যাত জলদস্যু আসাবুর বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বাদশা গাজীসহ দুই সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ আগস্ট) রাতে মোংলা কোস্ট গার্ডের একটি দল সুন্দরবনের শরবতখালী এলাকায় অভিযান চালায়। খবর ছিল, ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে জলদস্যু আসাবুর বাহিনীর সদস্যরা।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করে। এ সময় আভিযানিক দল আত্মসমর্পণের আহ্বানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। পরে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটকরা হলেন: বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭)। তারা দুজনই খুলনার পাইকগাছা উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে তারা জলদস্যু আসাবুর বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি ও অস্ত্র সরবরাহের কাজ করে আসছিল।

বিসিজিএস স্বাধীন বাংলা জাহাজের নেভিগেটিং কর্মকর্তা লেফটেন্যান্ট মো. খালিদ সাইফুল্লাহ বলেন, ‘সুন্দরবনে বেশ কয়েকটি পুরনো দস্যু দল আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তবে আমরা প্রস্তুত রয়েছি। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।’

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কোস্ট গার্ড।

বাংলাদেশ সময়: ১৬:২৯:৫৯   ৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


দুবলার চরে ‌‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে নিরাপত্তা জোরদার
ঝিনাইদহে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
হিন্দুদের ভয় দেখিয়ে লাভ নেই, তারাও দাঁড়িপাল্লার পক্ষে এক হয়েছে: গোলাম পরওয়ার
হাসিনা পালালেও তাদের নেতাকর্মীদের প্রশাসন পাহারা দিচ্ছে: অ্যাটর্নি জেনারেল
কেউ উচ্চ আকাঙ্ক্ষা করবেন না: নেতাকর্মীদেরকে দুদু
নড়াইলে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় এক আসামি গ্রেফতার
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
ভারতে পালানোর সময় শামীম ওসমানের সহযোগী আজিজ ধরা
যশোরে পৌনে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১
মাগুরায় জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শনে প্রেস সচিব শফিকুল আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ