‘বৈষম্যের বিরুদ্ধে মানুষ জীবন দিলেও বৈষম্য এখনো বিদ্যমান’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘বৈষম্যের বিরুদ্ধে মানুষ জীবন দিলেও বৈষম্য এখনো বিদ্যমান’
শুক্রবার, ৮ আগস্ট ২০২৫



‘বৈষম্যের বিরুদ্ধে মানুষ জীবন দিলেও বৈষম্য এখনো বিদ্যমান’

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৪৯ মাস পূর্তিতে শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে আলোক প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল।

কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ ও ত্বকীর পিতা, সাংস্কৃতিক সংগঠক রফিউর রাব্বি।

আনু মুহাম্মদ বলেন, ‘যে বৈষম্যের বিরুদ্ধে মানুষ রাজপথে নেমেছিল তাদের সে আকাক্সক্ষা বাস্তবায়িত হয় নাই। মানুষ হতাশ হয়েছে। এ সরকারের এক বছর অতিবাহিত হলেও অনেক ক্ষেত্রেই পূর্বের শাসকগোষ্ঠীর প্রতিফলন দেখা যাচ্ছে।’

তিনি বলেন, ‘এ বছরের মধ্যে অবশ্যই ত্বকী হত্যার অভিযোগপত্র দিতে হবে। সাগর-রুরী, তনু, মুনিয়া হত্যার বিচার সম্পন্ন করতে হবে।’

রফিউর রাব্বি বলেন, ‘শেখ হাসিনা দেশের বিচার-ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করে রেখে গেছে, বিগত এক বছরে তার উল্লেখযোগ্য কোন পরিবর্তন হয় নাই। বৈষম্যের বিরুদ্ধে মানুষ জীবন দিলেও বৈষম্য এখনো বিদ্যমান। সকল ধর্মের, সকল মত ও পথের স্বাধীনতার ক্ষেত্রে এখনো বাধা রয়েছে। দেড়-দুই হাজার ছাত্র-জনতার প্রাণদান, অন্ধত্ব পঙ্গুত্ব নিয়ে একুশ হাজার আহত হওয়ার বাংলাদেশ, বিচার হীনতার বাংলাদেশ হতে পারো না। শেখ হাসিনা দেশে দুর্বৃত্ত, মাফিয়া, গডফাদারদের রাজত্ব কায়েম করেছিলেন। তার নির্দেশে সাড়ে এগার বছর ত্বকী হত্যার বিচারটি বন্ধ করে রাখা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত এ হত্যার অভিযোগপত্র আদালতে পেশ করা হয় নাই। নারায়ণগঞ্জে ওসমান পরিবারের লুটপাটের জায়গাগুলো বিএনপির নতুন সিন্ডিকেটের দখলে চলে গেছে। ওসমানদের অনেক সন্ত্রাসী বিএনপিতে আশ্রয় নিয়ে চাঁদাবাজি অব্যাহত রেখেছে। প্রশাসন তাদের প্রশ্রয় দিচ্ছে।’

তিনি বলেন, ‘আজকে আমরা ত্বকীসহ সাগর-রুনি, তনু এবং নারায়ণগঞ্জে ওসমান পরিবার দ্বারা নিহত সকল হত্যার বিজার চাই।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু সংগঠক রথীন চক্রবর্তী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়, উদীচী জেলা সভাপতি জাহিদুল হক দীপু, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুর সুজন, বাসদ জেলা সংগঠক এসএম কাদের, সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। ৫ মার্চ ২০১৪ তদন্তকারী সংস্থা র‌্যাব সংবাদ সম্মেলন করে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদেরই টর্চারসেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। অচিরেই তারা অভিযোগপত্র আদালতে পেশ করবে। কিন্তু সে অভিযোগপত্র আজো পেশ করা হয় নাই। ত্বকী হত্যার পর থেকে বিচার শুরু ও চিহ্নিত আসামীদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:১৮   ৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান অ্যাডভোকেট টিপুর
নারায়ণগঞ্জে সবচেয়ে বড় সমস্যা মাদক: ডিসি
রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন
খুলনাকে উড়িয়ে আবারও চ্যাম্পিয়ন রংপুর
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
জামালপুরে মামীর ঘরের বারান্দায় ভাগিনার আত্মহত্যা
ন্যাম বৈঠকে যোগ দিতে কাম্পালার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা
শিশুর সুরক্ষায় টাইফয়েড টিকাদান কর্মসূচি একটি মাইলফলক : শারমীন এস মুরশিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ