সব নেতার নিরাপত্তায় ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানিয়েছি: সালাহউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সব নেতার নিরাপত্তায় ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানিয়েছি: সালাহউদ্দিন
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫



সব নেতার নিরাপত্তায় ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানিয়েছি: সালাহউদ্দিন

দেশের রাজনৈতিক দলের সব নেতাদের নিরাপত্তায় ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান করেছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

সালাহউদ্দিন বলেন, ‘ওসমান হাদির ওপর হামলা-পকৃত পক্ষে বাংলাদেশের ওপর হামলা। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে ১০ ডিসেম্বর। পরদিনই বাংলাদেশের একজন সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থীর ওপর প্রাণ বিনাশী হামলা হয়েছে। এই হামলার ধরণ দেখে বোঝা যায়, হামলাকারী একজন পেশাদার খুনি। হাদি এখন মৃত্যুশয্যায় রয়েছে, আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখেন, সুস্থতা দেন।’

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার প্রতিজ্ঞার কথা জানিয়ে তিনি বলেন, ‘সামনে নির্বাচন, আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে। কিন্তু আমরা ঐ পর্যায়ে বিতর্ক করবো না, যাতে ঐক্য বিনষ্ট হয়। আমাদের চেতনা, জুলাই গুণ-অভ্যুত্থানের।’

যারা বাংলাদেশে নির্বাচন চায় না, নির্বাচনকে যারা একটি গণতন্ত্ররে উত্তরণের পথ হিসেবে দেখতে চায় না এবং শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণে বিপক্ষে যারা, তারাই এই হামলা ঘটিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

তিনি বলেন, ‘এই অপশক্তি বাংলাদেশেও রয়েছে এবং দেশের বাইরেও রয়েছে। এ জাতীয় কোনো ধরনের হামলা করে দেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যেকোনো মূল্যে অর্থবহ করবো, বিশ্বাসযোগ্য করবো। এমন একটি নিরপেক্ষ নির্বাচন হবে, যা বিশ্বে স্বীকৃতি পাবে।’

রাজনৈতিক সংস্কৃতি অনেকটা পরিবর্তন হয়েছে জানিয়ে জনআকাঙ্ক্ষা অনুযায়ী গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি অব্যাহত রেখে আগামী দিনে শক্তিশালী রাজনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার করেন সালাহউদ্দিন।

তিনি বলেন, ‘সব রাজনৈতিক নেতৃবৃন্দ যাতে নিরাপদে থাকে, সেই নিরাপত্তা ব্যবস্থা নেয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়েছি। চট্টগ্রামে গণসংযোগে বিএনপি মনোনীত প্রার্থীকে গুলি করার ঘটনার পরও আইনশৃঙ্খলায় কঠোর পদক্ষেপ নেয়নি। জড়িতদের আইনের আওতায় আনা গেলে, এ ধরনের ঘটনা আরও ঘটাতে উৎসাহী হতো না। যারা এসব কাজ করছে, তারা নিজেকে নিরাপদ ভাবতে পারলে এ সমস্ত ঘটনা ঘটতে থাকবে।’

সামনে এমন হামলার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘এ বিষয়ে সরকারের যেমন দায়িত্ব রয়েছে, রাজনৈতিক দলেরও দায়িত্ব রয়েছে। সেইসঙ্গে জনগণের সচেতনতাও জরুরি। সবার অংশগ্রহণ নিয়ে মোকাবিলা করলে এ ধরনের ঘটনা আমরা বন্ধ করতে পারবো।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, ‘তার (তারেক রহমান) নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা সরকারকে এ বিষয়ে আহ্বান জানাবো। দলীয়ভাবেও সর্বোচ্চ চেষ্টা চালাবো।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:৪৪   ৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
তরুণরাই গণতন্ত্রের ভিত রচনা করবে: আলী রীয়াজ
দল দেখে না, মানুষ দেখে ভোট দেবেন: মেজর হাফিজ
শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতা নিহত
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে নীরবতা পালন
কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের কোনো কারণ খুঁজে পাচ্ছি না: পররাষ্ট্র উপদেষ্টা
যারা মায়েদের গায়ে হাত তুলেছ, ক্ষমা চাও : জামায়াত আমির
কেন নির্বাচনী সমঝোতা থেকে সরে এলো ইসলামী আন্দোলন? জানালেন চরমোনাই পীর
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণে জোর দিলেন প্রাণিসম্পদ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ