শিনোজাদার সেঞ্চুরিতে বাংলাদেশকে কঠিন লক্ষ্য দিল আফগানিস্তান

প্রথম পাতা » খেলাধুলা » শিনোজাদার সেঞ্চুরিতে বাংলাদেশকে কঠিন লক্ষ্য দিল আফগানিস্তান
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫



শিনোজাদার সেঞ্চুরিতে বাংলাদেশকে কঠিন লক্ষ্য দিল আফগানিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপার মিশনে নামা বাংলাদেশের যুবাদের বড় চ্যালেঞ্জ জানাল আফগানিস্তান। দুবাইয়ে গ্রুপ বি’র প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে আফগানিস্তান।

শনিবার (১৩ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে আফগানিস্তান আগে ব্যাট করে বাংলাদেশকে ২৮৪ রানের লক্ষ্য দিয়েছে। টস জিতে ব্যাটিং নেয়া আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ফাইসাল শিনোজাদার দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ২৮৩ রান সংগ্রহ করেছে।

এদিন সাদ ইসলামের করা চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় আফগানরা। খালিদ আহমদজাইয়ের (১৩ বলে ৪) বিদায়ের সময় আফগানদের সংগ্রহ ছিল ১৬ রান।

দ্বিতীয় উইকেট জুটিতে ওসমান সাদাত ও ফাইসাল শিনোজাদা ৬৬ রান যোগ করেন। ৫০ বলে ৩৪ রান করা সাদাতকে বোল্ড করে জুটি ভাঙেন সাইমুন বশির।

সাদাতের বিদায়ের পরও বাংলাদেশের বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকেন শিনোজাদা। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন উজাইরউল্লাহ নিয়াজাই। ৯৩ রানের জুটি গড়ার পথে সেঞ্চুরি পূর্ণ করেন শিনোজাদা।

সেঞ্চুরি করে অবশ্য বেশিক্ষণ টেকেননি শিনোজাদা। ইকবাল হোসেন ইমনের বলে আউট হওয়ার আগে ৯৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০৩ রান করেন তিনি।

আফগানদের রান ২০০ ছোঁয়ার আগে অধিনায়ক মাহবুব খানকে বোল্ড করেন শাহরিয়ার আহমেদ। ১৯ বলে ১৩ রান করেন আফগান অধিনায়ক। এক ওভার পরে এসে উজাইরউল্লাহকেও বিদায় করেন তিনি। ৫৫ বলে ১ চার ও ২ ছক্কায় ৪৪ রান করেন উজাইর।

খাতির স্ট্যানিকজাইকে ১১ রানে ইমন এবং রুহুল্লাহ আরবকে রিজান হোসেন রানের খাতা খোলার আগে বিদায় করেন। কিন্তু আজিজুল্লাহ মিয়াখিলকে সঙ্গে নিয়ে শেষদিকে ঝড় তোলেন আব্দুল আজিজ।

এই জুটি মাত্র ২৮ বলে ৫৮ রান যোগ করে। মিয়াখিল ৩৬ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৮ এবং আজিজ ১৬ বলে ৩ ছক্কায় ২৬ রান করেন।

বাংলাদেশের পক্ষে ৮ ওভারে ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন শাহরিয়ার। সমান উইকেট পেলেও ১০ ওভারের স্পেলে ৬৩ রান খরচ করেছেন ইমন। এছাড়া সাদ, সাইমুন, রিজান একটি করে উইকেট পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:০৫:১৯   ৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


স্পেনে অনুষ্ঠিত হবে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল
দুর্দান্ত হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন রিয়ালে ‘অবহেলিত’ ব্রাজিলিয়ান তারকা
বিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট বিন্দ্রা আর নেই
নতুন বছরে ড্রয়ের ফাঁদে পড়া লিভারপুল এবার হেরেই গেল
প্রথম সাফ নারী ফুটসালে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
এমবাপ্পের জোড়া গোলে শীর্ষে রিয়াল মাদ্রিদ
উৎসবমুখর পরিবেশে সরিষাবাড়ী থানা ব্যাডমিন্টনের ফাইনাল অনুষ্ঠিত
বিশ্বকাপ নিয়ে বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন শরিফুল
টস জিতে যুক্তরাষ্টকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে শিরোপার কাছে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ