কর্মচারীদের কল্যাণ আমাদের সরকারের অন্যতম প্রধান লক্ষ্য: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » কর্মচারীদের কল্যাণ আমাদের সরকারের অন্যতম প্রধান লক্ষ্য: ডিসি
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫



কর্মচারীদের কল্যাণ আমাদের সরকারের অন্যতম প্রধান লক্ষ্য: ডিসি

সরকারি কর্মচারীদের কল্যাণ নিশ্চিত করতে নারায়ণগঞ্জে ২০টি পরিবারকে আর্থিক অনুদানের চেক দেওয়া হয়েছে। এর মধ্যে মৃত্যুবরণ করা সরকারি কর্মচারীর পরিবার এবং গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম হওয়া কর্মচারীরা এই অনুদান পেয়েছেন।

সোমবার (১১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন।

অনুষ্ঠানে ২০ জন কর্মচারীর পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। মৃত্যুবরণকারী কর্মচারীর পরিবারকে ৮ লাখ টাকা এবং গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম হওয়া কর্মচারীদের ৫ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “কর্মচারীদের কল্যাণ আমাদের সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এই অনুদান কর্মচারী এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর একটি প্রয়াস।” তিনি জানান, এই অনুদান নীতিমালা অনুযায়ী, মৃত বা স্থায়ীভাবে অক্ষম কর্মচারীর পরিবার আর্থিক সহায়তা পাবে, যা তাদের কষ্ট লাঘব করবে। তিনি আরও বলেন, এই অনুদান কর্মচারী এবং তাদের পরিবারের প্রতি সরকারের দায়িত্বশীলতার পরিচায়ক এবং একটি নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে উৎসাহ দেবে।

এ সময় জেলা প্রশাসক সবাইকে এই সুবিধা সম্পর্কে সচেতন থাকার এবং যথাযথভাবে আবেদন করার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৭:২৮   ৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইসরাইলি অবরোধ উপেক্ষা করে গাজা অভিমুখে অগ্রসর হচ্ছে ফ্লোটিলা
পাকিস্তানশাসিত কাশ্মীরে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৯, বন্ধ ইন্টারনেট
প্রতিমা বিসর্জনে সমাপ্তি হল শারদীয় দুর্গোৎসব
পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা - ধর্ম উপদেষ্টা
পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
জামালপুরে জামিয়া আল-হেরা মহিলা মাদ্রাসার বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেষ মুহূর্তের গোলে বার্সেলোনার মাটিতে পিএসজির জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ