নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৪

প্রথম পাতা » আড়াইহাজার » নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৪
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫



নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৪

আড়াইহাজারে সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৩টার দিকে বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পর থেকে ৩ ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। এর ফলে সড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রাস্তায় শত শত যানবাহন আটকা পড়ে যায়।

নিহতরা হলেন- বন্দরের মদনপুর এলাকার অটোরকিশাচালক আবুল বাশার (৩৪) ও লিটন দাস (৩২)। এছাড়া আনুমানিক ৫০ বছর বয়সি এক নারী এবং ৪৫ বছর বয়সি এক পুরুষের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি মদনপুর থেকে বিশনন্দি ফেরিঘাটের উদ্দেশে যাচ্ছিল। অটোরিকশাটি তালতলা মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন জানান, এ ঘটনায় দুইজনের মৃত্যু এবং ৫ জন আহত হয়েছেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুইজনকে নিউরোসায়েন্স হাসপাতালে পাঠিয়েছি। তারা প্রত্যেকেই গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে ২ জন নারী, ১ শিশু ও ২ পুরুষ রয়েছেন।

বাংলাদেশ সময়: ২২:৪০:৪০   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৪
আড়াইহাজারে ২ ব্যাক্তি আটক, দেশীয় অস্ত্রসহ মাদক উদ্ধার
আড়াইহাজারে যৌথ বাহিনী অভিযান, আটক ২
আড়াইহাজারে বাবাকে হাতুড়িপেটা করে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার
আড়াইহাজারে পাঁচ শতাধিক মানুষকে সেনাবাহিনীর স্বাস্থ্যসেবা প্রদান
আড়াইহাজারে ছাত্রদল নেতা রাহুল ইয়াবাসহ গ্রেপ্তার
আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ফেন্সি সোহেল সহযোগীসহ গ্রেফতার
আড়াইহাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কৃষকের সুবিধার্থে কৃষি জমি সুরক্ষা আইন করতে চাই: কৃষি উপদেষ্টা
নারায়ণগঞ্জে অটোরিকশা চালক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ