ইউনাইটেডকে হারিয়ে নতুন মৌসুম শুরু করল আর্সেনাল

প্রথম পাতা » খেলাধুলা » ইউনাইটেডকে হারিয়ে নতুন মৌসুম শুরু করল আর্সেনাল
সোমবার, ১৮ আগস্ট ২০২৫



ইউনাইটেডকে হারিয়ে নতুন মৌসুম শুরু করল আর্সেনাল

ওল্ড ট্রাফোর্ডে নতুন মৌসুমের প্রথম ম্যাচেই আর্সেনালকে আতিথ্য দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের বেশিরভাগ সময় দাপটও দেখালো স্বাগতিকরা। তবে আর্তেতার আর্সেনালের কাছে হার নিয়ে মাঠ ছাড়তে হলো ইউনাইটেডের।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার (১৭ আগস্ট) হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ম্যাচের ১৩তম মিনিটে একমাত্র গোলটি করেন রিকার্ডো ক্যালাফিওরি।

বল দখল ও আক্রমণে আর্সেনাল থেকে যোজন যোজন এগিয়ে ছিল আমোরিমের ইউনাইটেড। পুরো ম্যাচে ৬১ শতাংশ বল নিজেদের দখলে রেখে গোলের জন্য ২২টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে ইউনাইটেড। খুব একটা ভালো খেলতে না পারা আর্সেনালের ৯ শটের ৩টি লক্ষ্যে ছিল।

ম্যাচের ১৩তম মিনিটে ইউনাইটেডের গোলরক্ষকের ভুলে এগিয়ে যায় আর্সেনাল। প্রতিপক্ষের কর্নার হাত বাড়িয়ে ক্লিয়ারের চেষ্টা করে তা করতে পারেননি আলতাই বেইন্দির। তার হাতে লেগে যাওয়া বল দূরের পোস্টে মাথা ছুঁয়ে জালে পাঠান ইতালিয়ান ডিফেন্ডার ক্যালাফিওরি।

৩০তম মিনিটে সমতায় ফিরতে পারত ইউনাইটেড। বাঁদিক থেকে প্যাট্রিক ডগুর নিচু শট দূরের পোস্টে বাধা পায়। প্রথম হাফে কোনো দলই আর ভালো সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচের ৭৩তম মিনিটে দারুণ সেভে স্বাগতিকদের হতাশ করেন আর্সেনালের স্প্যানিশ গোলরক্ষক রায়া। ক্যামেরুনের ফরোয়ার্ড ব্রায়ান এমবুমোর হেড ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন স্প্যানিশ গোলরক্ষক।

শেষ পর্যন্ত ১-০ গোলে হার নিয়েই নতুন মৌসুম শুরু করতে হলো আমোরিমের দলের।

এদিকে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। পুরো ম্যাচে ১৯টি শট নিয়েও গোল করতে পারেনি মারেস্কার দল।

বাংলাদেশ সময়: ১৩:২৫:০৩   ১৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলে বার্সেলোনার মাটিতে পিএসজির জয়
আর্সেনালের সহজ জয়, সিটিকে রুখে দিল মোনাকো
পাকিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
এমবাপ্পের হ্যাটট্রিকে কাইরাতকে উড়িয়ে দিলো রিয়াল
ঘুরে দাঁড়িয়েও বড় ব্যবধানে হার মায়ামির
নারী বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কখন, কোথায়?
চ্যাম্পিয়ন ভারতকে ২১ কোটি রুপি পুরস্কার দিচ্ছে বিসিসিআই
ফাইনালে ভারতও চাপে থাকবে, দাবি পাকিস্তান অধিনায়কের
নির্বাচকের চাকরি ছেড়ে বিসিবি নির্বাচনের মনোনয়ন কিনলেন রাজ্জাক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ