ব্যাটিং ব্যর্থতায় দ. আফ্রিকার কাছে হেরে সিরিজ খোয়ালো অস্ট্রেলিয়া

প্রথম পাতা » খেলাধুলা » ব্যাটিং ব্যর্থতায় দ. আফ্রিকার কাছে হেরে সিরিজ খোয়ালো অস্ট্রেলিয়া
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫



ব্যাটিং ব্যর্থতায় দ. আফ্রিকার কাছে হেরে সিরিজ খোয়ালো অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। টানা দুই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে প্রোটিয়ারা। শুক্রবার (২২ আগস্ট) আগে ব্যাট করে নেমে ২৭৭ রানে অলআউট হয় প্রোটিয়ারা। জবাবে ব্যাট করতে নেমে লুঙ্গি এনগিডির বোলিং তোপে ১৯৩ রানেই অলআউট হয়ে যায় অজিরা। আর তাতেই ৮৪ রানের জয় পায় টেম্বা বাভুমার দল।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি স্বাগতিকদের। শুরুতেই টপ-অর্ডারের তিন ব্যাটার- ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন ও মিচেল মার্শকে হারিয়ে চাপে পড়ে অজিরা। চতুর্থ উইকেট জুটিতে দলের হাল ধরেন ইংলিস ও ক্যামেরুন গ্রিন।

৭৯ বলে ৬৭ রানের এই জুটি ভাঙেন সেনুরান মুথুসামি। এরপর এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই করতে থাকেন ইংলিস। ৭৪ বলে ৮৭ রানের ইনিংস খেলেও দলকে হার থেকে রক্ষা করতে পারেননি এই ব্যাটার।

শেষদিকে লুঙ্গি এনগিডির আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি অস্ট্রেলিয়ার আর কোনো ব্যাটার। মাত্র ১৮ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে অজিদের ইনিংস থাকে ১৯৩ রানে। মিচেল মার্শ, গ্রিন, ইংলিস, অ্যালেক্স ক্যারি ও হার্ডি ছাড়া বাকি ব্যাটারদের কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর।

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা সবশেষ ১০টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের মধ্যে ৮টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। যেখানে সবশেষ পাঁচ সিরিজের সবগুলোই জিতেছে প্রোটিয়ারা। সবশেষ ২১ ওয়ানডের ১৭টিতেই আফ্রিকার কাছে হেরেছে অস্ট্রেলিয়া।

এর আগে টসে জিতে আগে ব্যাট করতে নেমে সফরকারীদের শুরুটাও ভালো হয়নি। দলীয় ২৩ রানের মধ্যেই ২ উইকেট হারায় তারা। অধিনায়ক মার্করাম ফেরেন কোনো রান না করেই। আরেক ওপেনার রিকেলটন ফেরেন ৮ রান করে।

তৃতীয় উইকেট জুটিতে ম্যাথু ব্রিটজকে’র সঙ্গে দলের হাল ধরেন জর্জি। তাদের জুটি থেকে আসে ৬২ বলে ৬৭ রান। টনি ডে জর্জিকে ফিরিয়ে এই জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩৯ বলে ৩৮ রান।

চতুর্থ উইকেট জুটিতে ত্রিস্তান স্টাবসকে নিয়ে জুটি গড়েন ব্রিটজকে। তাদের জুটি থেকে আসে ৯০ বলে ৮৯ রান। দলীয় ১৭৯ রানের মাথায় ব্রিটজকেকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাথান এলিস। ফেরার আগে এই ব্যাটারের ব্যাট থেকে আসে ৭৮ বলে ৮৮ রান।

ষষ্ঠ উইকেট জুটিতে ৪৪ বলে ৪৮ রানের জুটি গড়েন স্টাবস ও মুল্ডার। স্টাবস ৭৪ রান করে সাজঘরে ফিরলে ভাঙে এই জুটি। মুল্ডার আউট হন ২৬ রান করে। লাবুশেনের বলে গ্রিনের ক্যাচ হয়ে সাজঘরের পথ ধরেন তিনি। শেষদিকে ২৪ বলে ২২ রানে অপরাজিত থাকেন কেশভ মহারাজ। ইনিংসের শেষ ওভারের প্রথম বলেই লুঙ্গি এনগিডিকে বোল্ড করেন হ্যাজেলউড। আর তাতেই ২৭৭ রানে অলআউট হয় প্রোটিয়ারা। অস্ট্রেলিয়ার হয়ে জাম্পা নেন ৩ উইকেট। নাথান এলিস, বার্টলেট ও লাবুশেন নেন দুটি করে উইকেট। এ ছাড়া হ্যাজেলউড নেন একটি উইকেট।

বাংলাদেশ সময়: ২০:১৪:২০   ১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ব্যাটিং ব্যর্থতায় দ. আফ্রিকার কাছে হেরে সিরিজ খোয়ালো অস্ট্রেলিয়া
এশিয়া কাপে চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার গ্রুপে বাংলাদেশ
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাবে বাংলাদেশ: জাকের
ইউনাইটেডকে হারিয়ে নতুন মৌসুম শুরু করল আর্সেনাল
জয় দিয়ে মৌসুম শুরু চ্যাম্পিয়ন পিএসজির
কিউবার পর জাতীয় দলেও খেলোয়াড় ছাড়ছে না কিংস
উইজডেনের ২১ শতকের সেরা ১৫ টেস্ট সিরিজের তালিকায় দুটি বাংলাদেশের
ক্লাব বিশ্বকাপ জয়ের বোনাস জোতার পরিবারকে দিল চেলসি
রিজানের অলরাউন্ড নৈপুণ্যে চ্যাম্পিয়ন বাংলাদেশ
নবাগতদের জ্বলে ওঠার দিনে ম্যানসিটি-আর্সেনালের জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ