শেষ ওভারে মাদুশঙ্কার হ্যাটট্রিকে জিম্বাবুয়েকে হারাল শ্রীলঙ্কা

প্রথম পাতা » খেলাধুলা » শেষ ওভারে মাদুশঙ্কার হ্যাটট্রিকে জিম্বাবুয়েকে হারাল শ্রীলঙ্কা
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫



শেষ ওভারে মাদুশঙ্কার হ্যাটট্রিকে জিম্বাবুয়েকে হারাল শ্রীলঙ্কা

২৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারে ১০ রান দরকার ছিল জিম্বাবুয়ের। কিন্তু সেই বাধা পেরোতে দেয়নি শ্রীলঙ্কা। দারুণ নাটকীয়তায় দিলশান মাদুশঙ্কা প্রথম তিন বলে হ্যাটট্রিক তুলে নিয়ে লঙ্কানদের এনে দেন ৭ রানের জয়। এতে দুই ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা।

শুরুতে বিপর্যয়ে পড়লেও শন উইলিয়ামস ও বেন কারানের জুটিতে ম্যাচে ফেরে জিম্বাবুয়ে। এ জুটি থেকে আসে ১১৮ রান। উইলিয়ামস ফেরেন ৫৭ রান করে। কারান খেলেন ৯০ বলে ৭০ রানের দায়িত্বশীল ইনিংস। একপ্রান্ত আগলে রেখে প্রায় সেঞ্চুরি করতে যাচ্ছিলেন সিকান্দার রাজা। তবে ইনিংসের শেষ ওভারের প্রথম বলেই ৯২ রানে বোল্ড হয়ে ফেরেন তিনি।

এরপরই ম্যাচের চিত্র পাল্টে দেন মাদুশঙ্কা। দ্বিতীয় বলে ব্র্যাড ইভান্স ক্যাচ আউট হন। আর তৃতীয় বলে রিচার্ড এনগারাভা বোল্ড হলে কার্যত ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং। শেষ তিন বলে তারা নিতে পারে মাত্র ২ রান। মাদুশঙ্কা ৬২ রানে ৪ উইকেট নেন। তার সঙ্গী আশিথা ফার্নান্দো পান ৩টি উইকেট, কামিন্দু মেন্ডিস নেন ১টি।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিশাঙ্কা করেন ৯২ বলে ৭৬ রান। জানিথ লিয়ানাগে খেলেন ৪৭ বলে অপরাজিত ৭০ রানের ঝোড়ো ইনিংস, আর কামিন্দু মেন্ডিস করেন ৩৬ বলে ৫৭ রান।

জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা নেন ২ উইকেট। এছাড়া একটি করে উইকেট ভাগ করে নেন ব্লেসিং মুজারাবানি, ট্রেভর গুয়ান্ডু, সিকান্দার রাজা ও শন উইলিয়ামস।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৩২   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শেষ ওভারে মাদুশঙ্কার হ্যাটট্রিকে জিম্বাবুয়েকে হারাল শ্রীলঙ্কা
জোড়া গোলে মায়ামিকে ফাইনালে তুললেন মেসি
প্রীতির হ্যাটট্রিকে আবারো নেপালকে হারিয়েছে বাংলাদেশ
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
তিন ম্যাচের সিরিজ খেলতে নেদারল্যান্ডস দল এখন সিলেটে
সিরি আ-তে ৬৪ বছরের মাঝে সেরা সূচনা ইন্টার মিলানের
ভিনি-এমবাপ্পে রিয়ালের টানা দ্বিতীয় জয়
তিন সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৩১
কেইনের হ্যাটট্রিকের দিনে বড় জয়ে মৌসুম শুরু বায়ার্নের
ওয়েস্ট হ্যামকে উড়িয়ে মৌসুমের প্রথম জয় পেল চেলসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ