রাজনীতির উর্ধ্বে গিয়ে ক্রীড়া সংগঠকদের মূল্যায়নের আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা’র

প্রথম পাতা » চট্টগ্রাম » রাজনীতির উর্ধ্বে গিয়ে ক্রীড়া সংগঠকদের মূল্যায়নের আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা’র
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫



রাজনীতির উর্ধ্বে গিয়ে ক্রীড়া সংগঠকদের মূল্যায়নের আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা’র

ক্রীড়াঙ্গনের স্বার্থে রাজনীতির উর্ধ্বে গিয়ে ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদদের মূল্যায়ন করার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, দেশব্যাপী খেলাসমূহের লীগ/টুর্নামেন্ট আয়োজনের জন্য ক্রীড়া সংশ্লিষ্ট ক্লাবসমূহকে আর্থিকভাবে স্বচ্ছল করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে সরকার অনুমোদিত সিএসআর ফান্ড হতে ক্রীড়া সংশ্লিষ্ট ক্লাব সমূহকে অনুদান দেয়ার ব্যবস্থা করা হবে।

আজ শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) অনুমোদিত ক্লাবসমূহের সংগঠন সিজেকেএস ক্লাব সমিতির সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

সিজেকেএস ক্লাব সমিতি গঠনের জন্য অনুমোদিত সকল ক্লাবের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, সকলের ঐক্যের মাধ্যমে ক্রীড়াঙ্গনকে সচল রাখার লক্ষ্যে একসাথে কাজ করতে হবে।
সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীমের সঞ্চালনায় সভায় ক্লাব সমিতির কর্মকর্তারা চট্টগ্রামসহ সারাদেশে স্থবির ক্রীড়াঙ্গনকে সচল করার ব্যাপারে মতামত ব্যক্ত করেন। চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে সচল করার জন্য অবিলম্বে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন আয়োজনের পদক্ষেপ গ্রহণে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার মাধ্যমে ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট জাতীয় ক্রীড়া পরিষদ ও সিজেকেএস সভাপতিকে অনুরোধ জানানো হয়।

সভায় সিজেকেএস ক্লাব সমিতির পক্ষ হতে বাংলাদেশের সকল জেলা ক্রীড়া সংস্থায় অতিদ্রুত নির্বাচন আয়োজনের পদক্ষেপ গ্রহণ করার জন্যও জোর দাবি জানানো হয়।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা সৈয়দ আবুল বশর, সহসভাপতি নজরুল ইসলাম লেদু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:০৮:০৭   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রাজনীতির উর্ধ্বে গিয়ে ক্রীড়া সংগঠকদের মূল্যায়নের আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা’র
অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় একটি মাইলফলক স্থাপন করে যেতে চায় : আইন উপদেষ্টা
শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল : বুলু
বাজার ব্যবস্থাপনায় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ গুরুত্বপূর্ণ - বাণিজ্য উপদেষ্টা
রাঙ্গামাটির লংগদুতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের রাঙামাটি সদর উপজেলা কমিটি গঠন
খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি জাতির প্রাণশক্তি : মুক্তিযুদ্ধ উপদেষ্টা
সেনাপ্রধানের উদ্যোগে খাগড়াছড়ির দুর্গম অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা
ডাকসুর নতুন নেতৃত্বকে স্বাগত জানালেন মির্জা আব্বাস
বিগত দিনে ভিন্ন মতের সাংবাদিকরা ছিলো বঞ্চিত: এম আবদুল্লাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ