ইসহাক দারকে রুবিও’র ফোন, পাক-মার্কিন সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসহাক দারকে রুবিও’র ফোন, পাক-মার্কিন সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫



ইসহাক দারকে রুবিও’র ফোন, পাক-মার্কিন সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি

পাকিস্তান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক জোরদার করার সংকল্প পুনর্ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার (১৩ সেপ্টেম্বর) একটি ফোনালাপে এই প্রতিশ্রুতি দেন দুই নেতা।

পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা গেছে, শনিবার রাতে রুবিও ইসহাক দারের সাথে একটি ফোনালাপ করেছেন যেখানে দুই নেতা বর্তমান পাকিস্তান-মার্কিন সম্পর্কের গতিপথ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন।

এছাড়া পাকিস্তান-মার্কিন সম্পর্ক জোরদার এবং সহযোগিতার বহুমুখী ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য তাদের সংকল্প পুনর্ব্যক্ত করেছেন।

জিও নিউজ জানায়, ইসলামাবাদ ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উন্নতির পটভূমিতে এই ফোনালাপ করলেন দুই নেতা। বিশেষ করে মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে সশস্ত্র সংঘাতের পর, দুই দেশের সম্পর্কের উন্নতি ঘটে। কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে যুদ্ধবিরতি হয়।

এর আগে জুলাই মাসে, ইসহাক দার, রুবিওর সাথে দেখা করেছিলেন। প্রতিনিধি পর্যায়ের এই বৈঠকে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ, সন্ত্রাস দমন এবং আঞ্চলিক শান্তিতে বর্ধিত সহযোগিতার সম্ভাবনাসহ বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করেছেন।

বৈঠকের পরপরই, দুই দেশ একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেয়, যার লক্ষ্য দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, বাজারে প্রবেশাধিকার উন্নত করা, বিনিয়োগ আকর্ষণ করা এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রগুলোতে সহযোগিতা জোরদার করা।

এদিকে, আরব নিউজের খবরে বলা হয়, বিশ্লেষকরা ওয়াশিংটনের সাথে ইসলামাবাদের ক্রমবর্ধমান সম্পর্ককে দুই দেশের মধ্যে বছরের পর বছর ধরে বিচ্ছিন্নতার পর কূটনৈতিক সম্পর্ক পুনর্নির্মাণের লক্ষণ হিসেবে দেখছেন। আফগানিস্তান থেকে আমেরিকান বাহিনী প্রত্যাহারের সাথে সাথে পাকিস্তান এবং আমেরিকার মধ্যে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক আদান-প্রদান ধীরে ধীরে ম্লান হয়ে গিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫:১৮:৩০   ২৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের সোচ্চার হতে বললেন ওবামা
লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৪, শঙ্কায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ
সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের প্রতিবাদে জেরুজালেমে ২ লাখ ইহুদির বিক্ষোভ
ভিয়েতনামে বন্যায় নিহত ১০
শি’র সাথে ‘অসাধারণ’ বৈঠকের পর চীনের উপর শুল্ক কমানোর ঘোষণা ট্রাম্পের
ঘূর্ণিঝড় মেলিসার তাণ্ডবে তছনছ জ্যামাইকা
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ২৫ অঙ্গরাজ্য
কেনিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যুর শঙ্কা
অষ্টম মেয়াদে ক্যামেরুনের প্রেসিডেন্ট হলেন পল বিয়া
গাজায় ইসরায়েলি হামলা হলেও যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ