ইউনাইটেডের দুর্দশা কাটছেই না, এবার হারল নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে

প্রথম পাতা » খেলাধুলা » ইউনাইটেডের দুর্দশা কাটছেই না, এবার হারল নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫



ইউনাইটেডের দুর্দশা কাটছেই না, এবার হারল নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে

ফুলহ্যামের সঙ্গে ড্রয়ের পর গ্রিমসবাই টাউন নামে অখ্যাত এক ক্লাবের কাছে হার। ম্যানচেস্টার ইউনাইটেড পরের ম্যাচে বার্নলের বিপক্ষে জিতে ঘুরে দাঁড়িয়েছিল। তাতে দলটির সমর্থকরা ভেবে থাকতে পারেন, দুর্দশাগ্রস্থ দিনের বুঝি ইতি ঘটেছে। সত্যিই এমন ধারণা হয়ে থাকলে ভুল ভাঙতে এক ম্যাচও অপেক্ষা করতে হলো না।

আর্সেনালের বিপক্ষে হেরে লিগ শুরু করা ইউনাইটেড গতকাল হারল নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে। পেপ গার্দিওলার শিষ্যদের জয় ৩-০ গোলে। ৩ গোলের একটি প্রথমার্ধে করেন ফিল ফোডেন। দ্বিতীয়ার্ধে দুটি গোলই আরলিং হল্যান্ডের।

ঘরের মাঠে ইউনাইটেডের মুখোমুখি হওয়ার আগে সিটির সময়টাও ভালো যাচ্ছিল না। উলভসের বিপক্ষে জিতে লিগ শুরু করলেও পরের দুই ম্যাচে হারে টটেনহ্যাম ও ব্রাইটনের বিপক্ষে। বলা যায় সিটির গত মৌসুমের ব্যর্থতার ধারাবাহিকতা। সেটা ইউনাইটেড ম্যাচ পর্যন্ত বর্ধিত হয়নি। সিটি ১৮ মিনিটেই সেই সম্ভাবনা কিছুটা উড়িয়ে দেয়। আরলিং হল্যান্ডের দিকে তাক করা শট ব্লক হয়ে গেলে জেরেমু ডকু ফিরতি শটে বল তুলে দেন ফোডেনের মাথায়। ইংলিশ ফুটবলার দূরের পোস্ট দিয়ে লক্ষ্য অর্জন করে নেন।

ম্যাচের দ্বিতীয় গোলটা হয় ৫৩ মিনিটে। হল্যান্ড গোলের মালিক হলেও এতে ডকুও অবদান রাখেন। হল্যান্ডের সামনে বল এগিয়ে দেন বেলজিয়ান তারকা। হল্যান্ড এরপর ম্যানইউ গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জাল কাঁপান। ৬১ মিনিটে ম্যানইউর গোল ব্যবধান কমতে পারত। ব্রায়ান এমবিউমোর ভলি শটে ঝাঁপিয়ে পড়ে জাল অক্ষত রাখেন জিয়ানলুইজি দোন্নারুমা।

৬৮ মিনিটের দিকে গোলরক্ষক বাদে ইউনাইটেডের সব খেলোয়াড় সিটির অর্ধে অবস্থান করছিলেন। তখনই একটি ভুল পাসে বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারা। বের্নার্দো সিলভা বল পেয়ে দ্রুতই পাস দিয়ে দেন সবার চেয়ে এগিয়ে থাকা হল্যান্ডকে। সুবর্ণ ওই সুযোগ নরওয়েজিয়ান তারকা মিস করেননি।

এ জয়ের ফলে ৪ ম্যাচে ৬ পয়েন্ট হলো সিটির। টেবিলে তাদের অবস্থান আটে। ইউনাইটেড ৪ পয়েন্ট নিয়ে আছে ১৪ নম্বরে।

বাংলাদেশ সময়: ১৬:২৪:২৪   ২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইউনাইটেডের দুর্দশা কাটছেই না, এবার হারল নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে
ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসিয়ে এক লাফে টেবিলের দুইয়ে বার্সেলোনা
এবার কর্নার থেকে সরাসরি গোল ডি মারিয়ার
মেসির পেনাল্টি মিসের দিনে ২১ বছরের তরুণের কাছে বিধ্বস্ত মায়ামি
নিশাঙ্কার ফিফটিতে বাংলাদেশকে সহজেই হারাল শ্রীলঙ্কা
জুবিমেন্ডি ও ইয়োকেরেশের গোলে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসী তানজিম সাকিব
বিরতি শেষে ইউরোপীয় জায়ান্টদের কারা কখন মাঠে নামছে
বিশ্বকাপের টিকিট পেতে ২৪ ঘণ্টায় দেড় মিলিয়ন আবেদন
‘শ্রীলঙ্কাকে হারাতে পারলেই সুপার ফোরে যাবে বাংলাদেশ’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ