সামাজিক সমস্যা নিরসনে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে রাঙ্গামাটিতে ইফা’র আলোচনা সভা

প্রথম পাতা » চট্টগ্রাম » সামাজিক সমস্যা নিরসনে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে রাঙ্গামাটিতে ইফা’র আলোচনা সভা
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫



সামাজিক সমস্যা নিরসনে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে রাঙ্গামাটিতে ইফা’র আলোচনা সভা

রাঙ্গামাটিতে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যকালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর।

এসময় ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার পেয়ার আহাম্মেদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ইফা জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার খালেদ মোহাম্মদ শামছুল ইসলাম, কৃষি ও বন আবাসিক মসজিদের ইমাম মাওলানা আশহাদুল ইসলাম, ভেদভেদী রিসোর্স সেন্টারের সাধারণ কেয়ারটেকার মাওলানা মো. মিরাজ উদ্দিন, মডেল কেয়ারটেকার, সাধারণ কেয়ারটেকার, বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন।

রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী তিনি ইমামদেরকে জুমার খুতবায় ভিত্তিহীন ও বাস্তবতাবিবর্জিত কথাবার্তা পরিহার করার অনুরোধ করে বেশি বেশি জনসচেতনতা ও সমাজের সম্প্রীতি বৃদ্ধির বার্তা পৌছে দেওয়ার আহবান জানিয়ে বলেন, সম্মানিত দ্বিন-ইসলাম হলো শান্তির ধর্ম। শান্তি প্রতিষ্ঠায় আমাদের প্রিয় নবী (সাঃ) সকাল ধর্মের মানুষের প্রতি ছিলেন সহনশীল, আন্তরিক ও মানবিকতার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে শিখিয়েছেন। আমরা সকলে রাসূল পাক (সাঃ) এই নির্দেশ মোবারক অনুসরণ করে পার্বত্য জেলায় সকল সম্প্রদায়ের মানুষের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ব হয়ে পথ চলা সুগম করবো।

তিনি আরো বলেন, এ বিষয়ে সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয় সেটি হচ্ছে লেখাপড়া। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক লাইব্রেরীতে সংরক্ষিত বিভিন্ন বই থেকে জ্ঞান অর্জনের মাধ্যমে ইসলামিক সৌন্দর্য সহজে মানুষের কাছে পৌঁছে দিতে পারলে আমাদের সমাজের সম্প্রীতি বৃদ্ধি পাবে। সমাজ পরিবর্তনের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার কেত্রে আমাদেরকে বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে। ইসলামিক ফাউন্ডেশনের বই ছাড়াও অন্যান্য লেখকের বই পড়তে হবে। তাহলে সমাজের বৈপ্লবিক পরিবর্তন আসবে।

সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধের চিহ্নিত কয়েকটি বিষয় উল্লেখ করে তিনি বলেন, মাদক ও তামাকের ব্যবহার, দুর্নীতি, সুদ ও ঘুষের কারবাবার, খাদ্যে ভেজাল, অবৈধ দখলদার, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার, সম্পদের ও খাদ্যের অপব্যবহার, মজুতদার, চোরাচালান, অধিক মুনাফাখোর, অবৈধ সিন্ডিকেট, কিশোর গ্যাং, ইভটিজিং, চুরি-ডাকাতি, যৌতুক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, দাম্পত্য কলহ, বিবাহ বিচ্ছেদ, মাদকাসক্ত, আত্মহত্যা প্রবণতা, বেকারত্ব, হতাশাগ্রস্থ, মদ, ইয়াবা, ফেনসিডিল- কারবারি, জুয়াখেলা, মোবাইল ও গেমস আসক্তি, গুজব, অপপ্রচার, পরিবেশ ক্ষতি করে এমন শব্দদূষণ, বায়ুদূষণ, যানজট, সততা, সত্যবাদিতা, আমানতদারি, বিশ্বাস, খোদাভীরু, দেশপ্রেম, আইনের শাসন, মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদি বিষয় চিহ্নত করে একেক জুম্মায়য় একেকটা একটা বিষয়ের উপর কোরআন হাদিসের আলোকে ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে ধরেন তাহলে দেখবেন ধীরে ধীরে সমাজ পরিবর্তন হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ২১:২৭:৪৩   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ ২ পাচারকারীকে আটক
শহীদ ওসমান হাদীর স্মরণে রাঙ্গামাটিতে আলোচনা সভা
কুমিল্লায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে শুকরিয়া জ্ঞাপন
শহীদ ওসমান হাদীর স্মরণে রাঙামাটিতে আলোচনা সভা
খাগড়াছড়িতে ১২ ভারতীয় গরু জব্দ
আমরা চেয়েছি ব্যালট বিপ্লব, এখন এক-দুটি সিটের জন্য কতিপয় দল বিক্রি হয়ে যাচ্ছে
আ. লীগ আমলে ৫৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে
রাঙামাটিতে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা দিলেন জুঁই চাকমা
তারেক রহমানকে বরণ করতে ঢাকার পথে চট্টগ্রামের লক্ষাধিক নেতাকর্মী
দেবীদ্বারে দুই অবৈধ ইটভাটা ধ্বংস, ৮ লাখ টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ