![]()
নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় মাহমুদপুর বাস স্টেশনে ট্রাক-সিএনজির সংঘর্ষে সিএনজির চালকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাইনবোর্ড থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী সিএনজি ভুইগড় এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা পাঁচজন যাত্রী এবং চালক গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে সাইনবোর্ড এলাকায় অবস্থিত প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চালকসহ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার চুতনগর গ্রামের সাইদুল ইসলাম, নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনি এলাকার মো. মনির এবং উত্তর ইসদাইর এলাকার সিএনজিচালক মো. ইয়ামিন হাবিব।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ট্রাক ও সিএনজি দুটি জব্দ করেছে। এ সময় কিছু সময়ের জন্য লিংক রোডে যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়ে আসে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ সময়: ২৩:২৭:৪৬ ৩৬৯ বার পঠিত