মৌলিক চাহিদার প্রায় সবগুলোই ভূমি থেকেই পাওয়া যায় : ভূমি সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » মৌলিক চাহিদার প্রায় সবগুলোই ভূমি থেকেই পাওয়া যায় : ভূমি সচিব
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫



মৌলিক চাহিদার প্রায় সবগুলোই ভূমি থেকেই পাওয়া যায় : ভূমি সচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, মানুষের জীবনধারণের জন্য মৌলিক চাহিদার প্রায় সবগুলোই ভূমি থেকে পাওয়া যায়।

আজ রাজধানীর ডেমরায় করিম জুট মিলস্ লিমিটেডের সভাকক্ষে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর আয়োজিত বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তাগণের ‘১৪০তম সার্ভে ও সেটেলম্যান্ট প্রশিক্ষণ কোর্স’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালেহ আহমেদ বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞানের মাধ্যমে কর্মকর্তারা ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করার পাশাপাশি দুর্নীতি ও জনদুর্ভোগমুক্ত সমাজ বিনির্মাণে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবেন। কালের পরিক্রমায় এক সময়কার কাগুজে ভূমি মন্ত্রণালয় এখন ক্রমান্বয়ে ডিজিটাল মন্ত্রণালয়ে রূপান্তরিত হয়েছে। দেশে অনলাইনে শতভাগ ভূমিসেবা প্রদান করা হচ্ছে, তবে সেবাগ্রহীতারা সেভাবে ডিজিটাল পদ্ধতিতে অভ্যস্ত হয়নি। সবার জন্য ডিজিটাল সেবা নিশ্চিতে এ পর্যন্ত এক হাজারটি ভূমিসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, ভূমি প্রকৃতির অন্যতম অবদান হলেও এর ব্যবহার প্রাকৃতিক নয়। যুগে যুগে মানব সভ্যতার ও জ্ঞান-বিজ্ঞান বিবর্তনের সাথে সাথে ভূমি ব্যবহারেও এসেছে নানা বৈচিত্র্য। ফলে ক্রমান্বয়ে এর রক্ষণাবেক্ষণ পদ্ধতির ক্ষেত্রেও পরিবর্তন ও সংস্কার সাধিত হচ্ছে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে সচিব বলেন, এবারের প্রশিক্ষণে আইনের পাশাপাশি হাতে-কলমে অটোমেশনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ড্রোন ব্যবহার করা হবে ভূমি জরিপে। পরীক্ষামূলকভাবে ৫ জেলার ৩২ উপজেলায় ডিজিটাল জরিপ কার্য চলমান রয়েছে।

তিনি আরো বলেন, রাষ্ট্রের বিভিন্ন স্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমন্বয়, সহযোগিতা ও আস্থার পরিবেশ তৈরি না হলে উন্নয়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। এ প্রশিক্ষণে ৫টি ভিন্ন সার্ভিস একসাথে প্রশিক্ষণ গ্রহণ করবে। রাষ্ট্রের কাজ সুষ্ঠভাবে সম্পাদনের জন্য সকলকে একসাথে কাজ করতে হবে।

সচিব বলেন, কোর্স সম্পন্নকারীরা মাঠ পর্যায়ে ভূমি ব্যবস্থাপনাকে স্বচ্ছ ও জনবান্ধব করতে অবদান রাখবে। এই কোর্সটি প্রশাসন ক্যাডারদের জন্য বাধ্যতামূলক করা হবে। এছাড়া একটি সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ একাডেমি করার প্রাথমিক কাজ চলমান রয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক ও কোর্স পরিচালক মো. মোমিনুর রশীদ। সভাপতিত্ব করেন ভূমি রেকর্ড এ জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভূমি রেকর্ড এ জরিপ অধিদপ্তরের পরিচালক মো. কামরুল আরিফ।

বাংলাদেশ সময়: ২২:৩১:৫৪   ১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল কানাডা, ব্রিটেন ও অস্ট্রেলিয়া
নারায়ণগঞ্জে ময়লার ভাগাড় থেকে ৫ বস্তা এনআইডি কার্ড উদ্ধার
সাভারে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার আহ্বান পরিবেশ উপদেষ্টার
মাসুদুজ্জামানের পক্ষে ২৪নং ওয়ার্ডে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ
দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে নির্বাচনের জন্য: গিয়াসউদ্দিন
নির্বাহী অফিসারদের মন্দির পরিদর্শনের নির্দেশ ডিসির
জাহাজ আমদানিতে ভ্যাট মওকুফ বিনিয়োগকারীদের উৎসাহিত করবে: নৌপরিবহন উপদেষ্টা
মহালয়ার মধ্যদিয়ে দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু
৭৮ শতাংশের বেশি মানুষ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট : জরিপ
মৌলিক চাহিদার প্রায় সবগুলোই ভূমি থেকেই পাওয়া যায় : ভূমি সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ