ওভিয়েদোর বিপক্ষে সহজ জয় বার্সেলোনার

প্রথম পাতা » খেলাধুলা » ওভিয়েদোর বিপক্ষে সহজ জয় বার্সেলোনার
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫



ওভিয়েদোর বিপক্ষে সহজ জয় বার্সেলোনার

লা লিগার মিড উইক ম্যাচে রিয়াল ওভিয়েদোর মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। দাপুটে পারফর্মেন্সে ওভিয়েদোকে ৩-১ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল।

পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখানো বার্সেলোনা ১২তম মিনিটে গোলের জন্য প্রথম ভালো সুযোগটা পায়। রাফিনহার ক্রস থেকে ভলিতে শট নেন রাশফোর্ড। তবে স্বাগতিকদের গোলরক্ষক তা ঠেকিয়ে দেন।

২২তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে কোনাকুনি শট নেন সেই রাশফোর্ড। এবারও গোলকিপার বাধা হয়ে দাঁড়ান। ৩২তম মিনিটে গোল প্রায় পেয়েই গিয়েছিলো কাতালান ক্লাবটি। রাফিনহার দূরপাল্লার নিচু শট বারে লেগে ফিরে আসে রাশফোর্ডের পায়ে, বল পেয়ে শট নেন এই ইংলিশ তারকা। তবে এবারও ওভিয়েদোর গোলকিপার এসকান্ডেল দারুণভাবে সেভ করেন।

উল্টো ম্যাচের ৩৩তম মিনিটে বার্সেলোনার গোলকিপারের ভুলে লিড পেয়ে যায় স্বাগতিকরা। নিজের পজিশন ছেড়ে ডি-বক্সের বাইরে বল ক্লিয়ার করতে চলে আসেন বার্সা গোলরক্ষক হোয়ান গার্সিয়া। তবে বল ক্লিয়ার করতে পারেননি তিনি। উল্টো প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে বল দিয়ে দেন। ফাঁকা জাল পেয়ে দূরপাল্লার শটে দারুণ এক গোল করে স্বাগতিক ওভিয়েদোকে লিড এনে দেন আলবার্তো রেইনা। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা।

তবে দ্বিতীয় হাফে ঘুরে দাঁড়ায় লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। ৫৬তম মিনিটে বার্সেলোনাকে সমতায় ফেরান ডিফেন্ডার এরিক গার্সিয়া। এরপরও কিছু আক্রমণ করে স্বাগতিকরা। তবে গোলকিপারের দৃঢ়তায় বেঁচে যায় ফ্লিকের দল।

৭০তম মিনিটে ম্যাচে প্রথমবার লিড পায় বার্সেলোনা। ডি ইয়ংয়ের ক্রস থেকে হেডে গোল করেন রবার্ট লেভানডোভস্কি। আর ৮৮তম মিনিটে রাশফোর্ডের কর্নার থেকে হেডে গোল করে বার্সার জয় নিশ্চিত করেন আরেক ডিফেন্ডার আরাউহো।

৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়েই রইল বার্সেলোনা। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১৫:২৬:৪৪   ২৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলে বার্সেলোনার মাটিতে পিএসজির জয়
আর্সেনালের সহজ জয়, সিটিকে রুখে দিল মোনাকো
পাকিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
এমবাপ্পের হ্যাটট্রিকে কাইরাতকে উড়িয়ে দিলো রিয়াল
ঘুরে দাঁড়িয়েও বড় ব্যবধানে হার মায়ামির
নারী বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কখন, কোথায়?
চ্যাম্পিয়ন ভারতকে ২১ কোটি রুপি পুরস্কার দিচ্ছে বিসিসিআই
ফাইনালে ভারতও চাপে থাকবে, দাবি পাকিস্তান অধিনায়কের
নির্বাচকের চাকরি ছেড়ে বিসিবি নির্বাচনের মনোনয়ন কিনলেন রাজ্জাক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ