সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত দেখ‌তে বাংলাদেশে আসতে হ‌বে: হাসনাত

প্রথম পাতা » চট্টগ্রাম » সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত দেখ‌তে বাংলাদেশে আসতে হ‌বে: হাসনাত
বুধবার, ১ অক্টোবর ২০২৫



সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত দেখ‌তে বাংলাদেশে আসতে হ‌বে: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ৫ আগস্টের পরে বিভিন্ন সময়ে হিন্দু-মুসলিমের মাঝে যে সুসম্পর্ক রয়েছে তা বিনষ্ট করতে দেশি ও বিদেশি শক্তি তৎপরতা চালিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ ও ভারতীয় শক্তি। হিন্দুরা আমাদের দেশে নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, তাদের জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে— এমন চিত্র তুলে ধরে প্রপাগান্ডা চালানোর চেষ্টা করছে তারা। আমরা আন্তর্জাতিক ও বাংলাদেশের গণমাধ্যমকে বলতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত যদি ভারত দেখতে চায় এবং শিখতে চায়, তবে সেটি তাদের বাংলাদেশে এসে শিখতে হবে। কীভাবে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির পরিবেশে সব ধর্মের মানুষ উৎসবমুখরভাবে নিজ নিজ ধর্মের অনুষ্ঠান পালন করে— এটাই বিশ্বে অনন্য দৃষ্টান্ত।

আজ বুধবার রাতে কুমিল্লার দেবিদ্বার উপ‌জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

এনসিপি নেতা হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, ৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের ওপর এমন কোনো ঘটনা ঘটেছে কি? আপনাদের পূজা-অর্চনায় কোনো বাধা দেওয়া হয়েছে কি? কোনো মন্দিরে হামলা হয়েছে, জমি বা ব্যবসা দখল করা হয়েছে কি? আমি জা‌নি, এসব হয়‌নি। কিন্তু ভারতীয় মিডিয়া এসব বিষয়ে রীতিমতো প্রপাগান্ডা চালাচ্ছে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনাদের বিপদে-আপদে আমরা যেমন পাশে দাঁড়াই, আমাদের বিপদ-আপদেও আপনারা পাশে থাকেন। ধর্ম সেখানে কোনো বাধা হয়ে দাঁড়ায় না। এই সত্য আমাদের মনে-প্রাণে ধারণ করতে হবে। সাংস্কৃতিক ও সামাজিক কারণে আমাদের মধ্যে একটি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে, যা আজীবন থাকবে।

তিনি আরও বলেন, আপনাদের এ উৎসবে সব রাজনৈতিক দলের নেতারাই সহযোগিতা করতে আসেন, খোঁজখবর নেন— এটি একটি ভালো দিক। আমরা চাই, হিন্দু-মুসলিমের মধ্যে সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠুক।

হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বারের উন্নয়ন প্রসঙ্গে বলেন, এই দেবিদ্বারের রাস্তাঘাট ভাঙাচোরা— বাংলাদেশে আর এমন কোনো উপজেলা আছে কিনা, আমার জানা নেই। এটি একটি অবহেলিত উপজেলা। তবে ইতিমধ্যেই আপনারা জেনেছেন, এই উপজেলার রাস্তাঘাট উন্নয়নের জন্য ৩৩৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে। অচিরেই উন্নয়নের কাজ শুরু হবে। আমরা সবাই মিলে একটি সুন্দর দেবিদ্বার গড়ে তুলবো, সকলের প্রচেষ্টায় এটি স্বপ্নের দেবিদ্বার হিসেবে গড়ে উঠবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত সমন্বয়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা এনসিপির নেতারা।

বাংলাদেশ সময়: ২৩:১৮:০২   ১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
পাচারের জন্য গোপন আস্তানায় বন্দি ২১ জনকে উদ্ধার
মহেশখালীতে দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক
সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত দেখ‌তে বাংলাদেশে আসতে হ‌বে: হাসনাত
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নিতে চাই: ফারুক-ই-আজম
দুর্গাপূজা উদযাপনে পূজার্থীদের এবার উচ্ছ্বাস বেশি : ফারুক-ই-আজম
খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন: জেলা প্রশাসক
শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক - সুপ্রদীপ চাকমা
আগামী জাতীয় নির্বাচন একদলদর্শী ও এক ব্যক্তিদর্শী হবে না: উপদেষ্টা ফারুক-ই-আজম
পাহাড়ি-বাঙালি ঐক্যবদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান পার্বত্য উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ