একেএম শামসুজ্জোহা জাহাঙ্গীরনগরের জিএস রোকনকে খুন করেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » একেএম শামসুজ্জোহা জাহাঙ্গীরনগরের জিএস রোকনকে খুন করেন
বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫



একেএম শামসুজ্জোহা জাহাঙ্গীরনগরের জিএস রোকনকে খুন করেন

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেছেন, “১৯৭৩ সালে ৭ অক্টোবর জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক শাহ বোরহান উদ্দিন রোকনকে হত্যা করেন একেএম শামসুজ্জোহা। যিনি ত্বকী হত্যার খুনির পিতা। এই (ওসমান) পরিবার বাংলাদেশ স্বাধীনতার পার থেকেই হত্যাকাণ্ড শুরু করেছে এবং স্বাধীন বাংলায় প্রথম হত্যা করেন শাহ বোরহান উদ্দিন রোকনকে।”

বুধবার (৮ অক্টোবর) মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫১ মাস উপলক্ষে আলোকপ্রজ্জ্বলন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “বোরহান উদ্দিন রোকনকে আমিন হোসিয়ারির সামনে থেকে অপহরণ করে সারারাত ওই হীরা মহলের পাশে টর্চার সেলে নিয়ে নির্যাতন করে হত্যার পর চিত্তরঞ্জনের একটা খালের মধ্যে তাকে ফেলে রেখে এসেছিল। সেই হত্যার বিচার হয়নি, মামলাও হয়নি, এবং লাশটি নারায়ণগঞ্জ থেকে বের হতে পারেনি।”

“আজ থেকে ১৫১ মাস আগে এই শামসুজ্জোহার ছেলে শামীম ওসমানের নির্দেশে আজমেরী ওসমান, অয়ন ওসমানসহ অন্যান্য ক্যাডারেরা ত্বকীকে অপহরণ করে অমানুষিক নির্যাতন করে হত্যা করে, এবং ত্বকীর লাশ শীতলক্ষ্যা নদীর পারে ফেলে দেওয়া হয়েছিল।”

মাহবুবুর রহমান মাসুম আরও বলেন, “আমরা তদন্তকারী কর্মকর্তার কাছে জানতে চাই আপনাদের কি লজ্জা হয় না, কোর্ট যখন তলব করে? যখন তদন্তকারী কর্মকর্তাকে তলব করে এবং সে আদালতে এসে লিখিত দেন যে, আগামী দু’এক মাসের (নভেম্বর) মধ্যে হয়তো তারা চার্জশিট দিবে কিন্তু প্রশ্ন নভেম্বর কেন? ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরে যেভাবে নেমেছিলেন এটা থেমে গেল কেন? এটা নিয়ে কি অনেক গবেষণা করতে হবে।”

তিনি আরও বলেন, “একটি হত্যাকাণ্ডে চিহ্নিত হয়েছে কারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয়নি, বরং দেশ থেকে পালানোর সুযোগ করে দেওয়া হয়েছে। আর যারা গ্রেপ্তার হয়েছিল, অজ্ঞাত কারণে তাদের অনেকের রিমান্ড দেওয়া হয়নি। আমরা ত্বকী হত্যার বিচারের যে দাবি করছি এটি মানতে হবে। যতদিন না মানবেন আমরা রাজপথ ছাড়বো না।”

ব়্যাব, প্রশাসন ও আইন উপদেষ্টাসহ সরকার কাছে ত্বকী হত্যার বিচারের দাবি জানান তিনি।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থʼর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক দীনা তাজরিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, সদস্য সচিব হালিম আজাদ, সিপিবি জেলার সভাপতি শিবনাথ চক্রবর্তী, বসদ জেলার সদস্য সেলিম মাহমুদ, গণ সংহতি আন্দোলনের জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, বাংলাদেশ মহিলা পরিষদের জেলার সহ সাধারণ সম্পাদক শোভা সাহা, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জাহিদুল হক দিপু, জিয়াউল ইসলাম কাজল, ভবানী শংকর রায়, সাংগঠনিক সম্পাদক শাশ্বতী পাল, সাংস্কৃতিক ব্যক্তি রথীন চক্রবর্তী, সমমনার উপদেষ্টা ধীমান সাহা, প্রথম আলো বন্ধুর সহ সভাপতি জহিরুল ইসলাম মিন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০:২৪:০৩   ১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, রাষ্ট্র পুনর্গঠনের মূলমন্ত্র : ড. জিয়াউদ্দিন হায়দার
কক্সবাজারে প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানার যাত্রা শুরু
নারায়ণগঞ্জে ৫ লাখ ৮৭ হাজার শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা
ক্ষুদে কারাতেদের পাশে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা
গুম কমিশনের সঙ্গে এফআইডিএইচ সভাপতির বৈঠক অনুষ্ঠিত
ধর্ম নিয়ে রাজনীতি করে না বিএনপি: প্রিন্স
উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক দূতের বৈঠক
শাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান বাদ দিতে হবে: নাসীরুদ্দীন
রাজনৈতিক দলের মনোনয়ন প্রক্রিয়ায় নারীর পূর্ণ অংশগ্রহণ জরুরি : শারমীন এস মুরশিদ
শিক্ষা খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও নেপাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ