রোনালদোর ইতিহাস, শেষের গোলে অপেক্ষা বাড়ল পর্তুগালের

প্রথম পাতা » খেলাধুলা » রোনালদোর ইতিহাস, শেষের গোলে অপেক্ষা বাড়ল পর্তুগালের
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫



রোনালদোর ইতিহাস, শেষের গোলে অপেক্ষা বাড়ল পর্তুগালের

বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন এক ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করে ফিফা বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলের মালিক বনে গেলেন পর্তুগিজ তারকা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে রোনালদোর জোড়া গোলে হাঙ্গেরির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে পর্তুগাল। যোগ করা সময়ে গোল হজম না করলে অবশ্য এদিনই ইউরোপীয় অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যেতো সেলেকাওদের। টানা তিন জয়ের পর প্রথম পয়েন্ট খোয়ালো তারা।

পুরো ম্যাচেই আধিপত্য ছিল পর্তুগালের। ৬৬ শতাংশ সময় বল দখলে রেখে ২০টি শট নিয়ে ৮টি লক্ষ্য বরাবর রেখেছিল তারা। বিপরীতে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে দাপট দেখিয়েছে হাঙ্গেরিও। ১৭টি শট নিয়ে ৭টি লক্ষ্য বরাবর রেখেছিল তারা।

এদিন ম্যাচ শুরুর অষ্টম মিনিটেই স্বাগতিক সমর্থকদের চুপ করিয়ে দেন হাঙ্গেরির ডিফেন্ডার অ্যাটিলা সালাই। দমিনিক সোবোসলাইয়ের থেকে বল পেয়ে পর্তুগালের জালে বল জড়ান তিনি। তবে তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। আক্রমণে উঠে বক্সের ডান প্রান্ত থেকে নেলসন সেমেদোর পাস গোলমুখে পেয়ে ইতিহাস গড়েন ৪০ পেরিয়ে ৪১ এর দ্বারপ্রান্তে পা রাখা রোনালদো। আগেই বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে গুয়াতেমালার কার্লোস রুইজের সঙ্গে ভাগ বসিয়েছিলেন পর্তুগিজ তারকা। এবার তাকে ছাড়িয়ে রেকর্ডটি একান্ত নিজের করে নিলেন তিনি। ৪৭ বাছাইয়ের ম্যাচে রুইজের গোল ছিল ৩৯টি।

রোনালদো শুধু দলকে সমতায়-ই ফেরাননি। প্রথমার্ধের যোগ করা সময়ে লিডও এনে দিয়েছিলেন। নুনো মেন্ডিসের থেকে বল পেয়ে খুঁজে নিয়েছিলেন হাঙ্গেরির জাল। তাতে ৫০ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তার গোল সংখ্যা গিয়ে দাঁড়ায় ৪১। আর আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার গোল সংখ্যা বেড়ে হয় ১৪৩। সব মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে সংখ্যাটা ৯৪৮।

রোনালদোর গোলে লিড ধরে রেখে এদিন জয়ের খুব কাছাকাছি-ই ছিল পর্তুগাল। টানা চতুর্থ জয়ে ইউরোপীয় অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিতের খুব কাছাকাছিও ছিল তারা। কিন্তু যোগ করা সময়ে সব নস্যাৎ করে দেন সোবোসলাই। লুকাকসের থেকে বল পেয়ে হাঙ্গেরিকে এনে দেন গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। একই সঙ্গে জিইয়ে রাখেন সরাসরি বিশ্বকাপ নিশ্চিতের সুযোগও। যদিও শেষ দুই ম্যাচে পর্তুগাল এক জয় পেলেই তারা সে সুযোগ থেকে বঞ্চিত হবে। মূলপর্বের টিকিট পেয়ে যাবে সেলেকাওরা।

৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষস্থান দখলে রেখেছে রোনালদোরা। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে হাঙ্গেরি। ৪ পয়েন্ট নিয়ে তিনে আয়ারল্যান্ড আর ৩ পয়েন্ট নিয়ে তলানিতে আর্মেনিয়া।

বাংলাদেশ সময়: ১৬:১৯:৪৬   ১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


স্পেনকে ছাড়িয়ে টানা জয়ের বিশ্বরেকর্ড গড়ল মরক্কো
রোনালদোর ইতিহাস, শেষের গোলে অপেক্ষা বাড়ল পর্তুগালের
ইউরোপ থেকে সবার আগে বিশ্বকাপে ইংল্যান্ড
ইসরাইলের বিপক্ষে ইতালির সহজ জয়
বাংলাদেশকে ২৯৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
আশা জাগিয়েও হতাশার ড্র বাংলাদেশের
প্রবল শক্তি নিয়ে ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা
১৩ কোটি টাকার দুই টার্ফ উদ্বোধন, ফিফা সেন্টার নিয়ে উপদেষ্টার আশ্বাস
আশা জাগিয়েও দ. আফ্রিকার কাছে হারলো বাংলাদেশ
নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ